এখন তিনি বলিউডের বাদশা। এক নামে তাঁকে গোটা বিশ্ব চেনে। এরপরও শাহরুখের মনে রয়েছে একটাই আক্ষেপ। তাঁর নাম-যশ-প্রতিপত্তি আকাশ ছো♏ঁয়া।তবে শাহরুখের সফলতা অর্জনের অনেক আগেই, না ফেরার দেশে চলে গিয়েছেন তাঁর বাবা-মা। এক অ্যাওয়ার্ড শোয়ের অনুষ্ঠানে এই নিয়ে শোক ও আক্ষেপ প্রকাশ করতে দেখা গিয়েছিল সুপারস্টার শাহরুখ খানকে।
স্টেজে দাঁড়িয়ে শাহরুখকে বলতে শোনা যা🌟য়, অ্যাওয়ার্ড শো অনুষ্ঠানে এবং অন্যান্য অনুষ্ঠানে তিনি এই মনে করে কোনওদিন যানꦿ না যে তিনি অ্যাওয়ার্ড পাবেন। এটা একদম সত্যি কথা। এমনকি তিনি টাকা পয়সা পাবেন বা টেলিভিশনে লক্ষ-কোটি মানুষ তাঁকে দেখতে পাবেন সেই জন্যও নয়।
এরপর কিং খান আবেগঘন গলায় বলেন, ‘যখন প্রথমবার মুম্বই এসেছিলাম, এই কারণেই এসেছিলাম কারণ এটা ম্যাগনাম ওপাস, এখানে অনেক বড় স্টেজ রয়েছে। আর সেই স্টেজের মাধ্যমে আমি আমার মা-বাবার কাছে পৌঁছোতে চাই।ꦯ কারণ তাঁরা আজ আমাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছেন'। কিং কান বলে আসলে তিনি উন্মুক্ত স্টেজে দাঁড়িয়ে তাঁদের জানাতে চান, তিনি সফলতা অর্জন করে ফেলেছেন। শাহরুখের গলায় ঝরে পড়ে আক্ষেপের সুর, ‘যদি তোমরা এখানে থাকতে এটা দেখার জন্য। যদি এটা আমি বাড়িতে বা স্টুডিওতে দাঁড়িয়ে বলতাম তবে হয়তো তাঁরা শুনতেই পেতো না। তাই আমি খোলা স্থানে দাঁড়িয়ে বলতে চাই, আমি জানি ওই দূর আকাশে একটা তারা আমার মা এবং অন্য একটা তারা আমার বাবা, উপর থেকে তাঁরা নিশ্চয় আমাকে দেখে গর্ব অনুভব করেন'।&nb🍌sp;
শাহরুখ খানের বাবা প্রয়াত তাজ মহম্মদ খান পেশোয়ার থেকে ভারতে এসেছিলেন। অভিনেতার ১৫ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান তাঁর বাবা। এরপরই ১৯৯০ সালে অভিনেতার মা লতিফ ফতিমা খানের দীর্ঘ রোগ ভোগের পর মৃত্যু হয়। একবার শাহরুখ জানিয়েছিলেন, বাবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে খুব মিস করেন তিনি। শাহরুখের বলিউড ডেব্যিউয়ের আগেই বাবা-মা দুজনেকেই হারিয়েছেন অভিনেতা। সেই আক্ষেপ আজও তাড়া করে বেড়ায় তা♛ঁকে।