৯৩তম অস্কারের আসরে বাজিমাত করল চিনা পরিচালক ক্লোয়ღি ঝাও-এর ‘নোম্যাডল্যান্ড’। সেরা পরিচালক, সেরা ছবি এবং সেরা অভিনেত্রীর সর্বোচ্চ পুরস্কার ছিনিয়ে নিয়েছে এই ছবি। ভারতীয় সময়ানুসারে সোমবার ভোরে বসেছিল বি🍬শ্ব চলচ্চিত্রের সবচেয়ে ঐতিহ্যশালী এই পুরস্কারের আসর। করোনার জেরে বহু কাঁটছাঁট করে ছোট্ট পরিসরেই আয়োজন করা হয়েছে এবারের অনুষ্ঠান। নির্ধারিত সময়ের প্রায় দু'মাস পর অনুষ্ঠিত হচ্ছে ৯৩তম অস্কার অনুষ্ঠান। বেড়ে গেছে ভেন্যুর সংখ্যাও। দীর্ঘ বছর ধরে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারের সঙ্গে অস্কারের রাত ওতপ্রোতভাবে জড়িয়ে থাকলেও এবারের সেই অনুষ্ঠানের সন্ধ্যে ও রাত ভাগ হয়ে গেছে ডলবি থিয়েটার ও লস অ্যাঞ্জেলসের ইউনিয়ন স্টেশনের মধ্যে। তাছাড়া ঘরে বসেও ভার্চুয়ালি বহু তারকা যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে। এছাড়াও এবারের অস্কার মনোনয়ন ঘোষণামাত্রই চর্চায় এসেছিল পুরস্কারের বিভিন্ন শীর্ষস্থানীয় বিভাগে অশ্বেতাঙ্গ শিল্পীদের নাম মনোনয়ন পাওয়ার সৌজন্যে। এছাড়াও অস্কারের 'রেড কার্পেট' এর আয়োজন করা হলেও বাদ পড়েছে 'আফটার পার্টি'.সেসব নিয়েই শুরু হলো বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় পুরস্কার, অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ২০২১ এর সন্ধ্যে। আসুন,দেখে নেওয়া যাক কোন বিভাগে কার হাতে উঠলো অস্কারের সোনালি ট্রফি।
১) শ্রেষ্ঠ ছবি : নোম্যাডল্যান্ড
২) শ্রেষ্ঠ পরিচালক : ক্লোয়ি ঝাও ( 'নোম্যাডল্যান্ড' ছবির সৌজন্যে।)
৩) শ্রেষ্ঠ অভিনেতা : অ্যান্থনি হপকিন্স ( 'দ্য ফাদার' ছবির সৌজন্যে।)
৪) শ্রেষ্ঠ অভিনেত্রী : ফ্র্যান্সস🌱 ম্যাকডোরমান্ড ( 'নোম্যাডল্যান্ড' ছ♏বির সৌজন্যে।)
৫) শ্রেষ্ঠ সহ-অভিনেতা : ড্যানিয়েল কাল্লুয়া ( 'জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়𒆙া' ছবির সৌজন্যে🌸।)
৬) শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী : ইয়া-জুং-ইউন ( 'মিনারি' ছবির সৌজন্যে।)
৭) সেরা মৌলিক চিত্রনাট্য : এমেরাল্ড꧋ ফেনেল ( প্রমিসিং ইওং ওম্যান' ছবির সৌজন্যে।)
৮) সেরা সংগৃহীত চিত্রনাট্য (অ্যাডাপ্টেট স্ক্রিনপ্লে) : ক্রিস্টোফার হ্যাম্পটন এবং ফ্রোরিয়ান জেল্লের (‘দ্য ফাদার’ ছবির সৌজ𝔍ন্𓄧যে।)
৯) সেরা সংগীত : ট্রেন্ট রেজনর, অ্যাটিকাস রস ও জ🔯ন বাতিস্তে ('সোল' ছবির সৌজন্যে।)
১০) সেরা গান : 'ফাইট ফর🤡 ইউ' ( 'জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়া' ছবি স✃ৌজন্যে।)
১১) শ্রেষ্ঠ অ্যানিমেশন ছবি : সোল
১২) শ্রেষ্ঠ সিনেমাটোগ্র্যাফি : ম্যাঙ্ক
১৩) শ্রেষ্ঠ পোষাক পরিকল্পনা : মা রেইনি'স ব্ল্যাক বটম
১৪) শ্রেষ্ঠ সাজসজ্জা ( মেক আপ অ্যান্ড হেয়ার স্টাইলিং ) : মা রেইনি'স ব্ল্যাক বটম
১৫) শ্রেষ্ঠ ভিজ্যুয়াল এফেক্টস : টেনেট
১৬) শ্রেষ্ঠ তথ্যচিত্র : মাই অক্টোপাস টিচার
১৭) শ্রেষ্ঠ বিদেশি ছবি : ' অ্যানাদার রাউন্ড' ( ডেনমার্ক)
১৮) সেরা ছবি সম্পাদনা : 'সাউন্ড অফ মেটাল'