মাল্টি-স্টারার সারভাইভাল ড্রামা ‘২০১৮-এভরিওয়ান ইজ আ হিরো’-কে ভারত থেকে পাঠানো হচ্ছে অস্কারে। ফিল্ম ফেডারেশন🔜 অফ ইন্ডিয়া বুধবার ঘোষণা করে জানায় এই তথ্য়। একাডেমি অ্যাওয়ার্ড ২০২৪-এ ভারতের আনুষ্ঠানিক যোগদান হবে ‘২০১৮-এভরিওয়ান ইজ আ হি🍨রো’ দিয়েই।
সাংবাদিক সম্মেলনে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা এবং বাছাই কমিটির চেয়ারম্যান গিরিশ কাসারভাল্লি ঘোষণা করেছেন যে, মালয়ালম সিনেমাটি জলবায়ু পরিবর্তনের উপর খুব প্রাসঙ্গিক বিষয়বস্তু তুলে ধরেছে। তাই এটিকে বাছাই করা হয়েছে। এফএফআই সভাপতি রবি কোত্তারাকারা জানিয়েছেন, কাসারভাল্লির নেতৃত্বে ১৬ সদস্যের একটি নির্বাচন কমিটি এই নির্বাচনের কাজ চালায়। আরও পড়ুন: দেশের স👍ঙ্গে গদ্দারি করেছেন সলমন, এখন সে শত্রু! প্রকাশ্যে টাইগার ৩-এর চোখ ধাঁধানো টিজার
দ্য কেরালা স্টোরি (হিন্দি), রকি অর রানি কি প্রেম কাহানি, মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে (হিন্দি), বালাগাম (তেলেগু), ভালভি (মারাঠি), বাপলিওক (মারাঠি) এবং ১৬ আগস্ট, ১৯৪৭ (তামিল)-সহ ২২টি চলচ্চিত্র ছিল তালিকায়। জুড অ্যান্টানি জোসেফ পরিচালিত মালায়ালাম সিনেমাটিকেই অবশেষে বাছাই করে নেওয়া হয়। আরও পড়ুন: চাই ১০০০ কোটি! বিশ্ব বাজারে ‘ডাঙ্কি’-কে স🥃াফল্য দিতে নতুন বুদ্ধি বের করলেন শাহ💖রুখ
৫ মে ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘২০১৮-এভরিওয়ান ইজ আ হিরো’ সিনেমাটি তৈরি হয়েছে ২০১৮ সালের কেরালার বন্যাকে ঘিরে, যা বহু মানুষের সর্বনাশ করে। এই সিনেমাটি শুধুমাত্র বন্যার দুঃখজনক ঘটনা বর্ণনা করে না বরং প্রতিকূলতার মুখে মানবতার অদম্য চেতনাকেও তুলে ধরে। সঙ্গে ‘২০১৮’-কে অস্কারের মঞ্চে পাঠানো এই বার্তা বহন করে যে সিনেমা বিনোদন দানের পাশাপাশি, বিশ্বব্যাপী সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে এবং মানব সচেতনাতা তৈরির জন্য একটি শক্তিশালী মাধ্যম। আরও পড়ুন: জওয়ান-গাড়ি গড়গড়িয়ে চলল💛 মঙ্গলেও, থামাতে আসছে ভ্যাক্সিন ওয়ার! কত ঘরে তুলল🎀 শাহরুখ?
ভালো রিভিউ পাওয়ার পাশাপাশি ‘২০১৮-এভরিওয়ান ইজ আ হিরো’ বক্স অফিসে হিটও হয়। মাত্র ৩০ কোটি ไবাজেটে তৈরি সিনেমাটি, ২০০ কোটি আয় করে বক্স অফিসে। এবং বর্তমানে এটি সর্বোচ্চ উপ﷽ার্জনকারী মালয়ালাম সিনেমা। এই সিনেমায় যারা কাজ করেছেন তাঁদের মধ্যে রয়েছেন তানভি রাম এবং অপর্ণা বালামুরালি।