অস্কার জয়ী ডকুমেন্টারি ছবি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর প্রযোজক তিনি। এবার গুণিত মঙ্গার হাতে তুলে দেওয়া হল ওটিটি প্লে চেঞ্জমেকার্স অ্যাওয়ার্ড ২০২৩। চেঞ্জমেকার অফ দ্য ইয়ার খেতাবে সম্মানিত করা হয়েছে গুণিত মঙ্গাকে। সত্যম মনোহর, বিজনেস হেড (ওয়েস্ট), রিয়েল ফ্রুট জুস অ্যান্ড বেভারেজেস তাঁ🍸র হাতে এই পুরস্কার তুলে দেন। অস্কার জয়ের পর নিজের দেশে এই প্রথম কোনও পুরস্কার পেলেন প্রযোজক গুণিত মঙ্গা। মুম্বইয়ের জুহুর একটি পাঁততারা হোটে❀লে আয়োজিত হয়েছিল এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান। 'OTTplay Changemakers Awards 2023' উদ্দেশ্যে হল বিনোদন শিল্পের গ্রাউন্ডব্রেকার এবং ট্রেন্ডসেটারদের সম্মানিত করা ও তাঁদের সাফল্যকে উদযাপন করা।
অনেকেই হয়তবা জানেন না, ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’- ভারতীয় প্রযোজনায় প্রথম ছবি যেটি অস্কার জিতে নিয়েছে। বর্তমানে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-ডকুমেন্টরিটি। যেট♉ি কিনা তামিলনাড়ুর কাট্টুনায়ক সম্প্রদায়ের অন্তর্গত এক গ্রাম্য দম্পতি বোম্যান এবং বেলির গল্প বলে। যাঁরা রঘু নামে একটি অনাথ শিশু হাতির যত্ন নেন। ভঙ্গুর, আহত শিশু হাতিটি যাতে বেঁচে থাকে, সুস্থ থাকে তার জন্য সমস🐲্ত কিছু করেন ওই দম্পতি। ওই দম্পতির সঙ্গে হাতির এক সুন্দর বন্ধন গড়ে ওঠে। তথ্যচিত্রটি যেভাবে তৈরি করা হয়েছে, তাতে অনেকেই ওই দম্পতির সঙ্গে হাতিটিরও প্রেমে পড়ে যান। যেটির পরিচালনা করেছেন কার্তিকী গনসালভেস।
আরও প🐈ড়ুন-মাত্র ১৮শ টাকা পেতাম, অটো কর🦂ে যেতে দেখে অপ্রস্তুত হয়ে যান মেকআপ শিল্পী : স্মৃতি
আরও পড়ুন-অস্কার মঞ্চে💖 অপমান, অসুস্থ হয়ে পড়েন গুণিত মঙ্গা, ভর্তি করা হয় হাসপাতালে!
প্রসঙ্গত, শিক্ষা এন্টারটেইনমেন্টের প্𝓀রতিষ্ঠাতা, গুণিত অতীতে বেশ কয়েকটি প্রকল্পের সঙ্গে যুক্ত যেগুলি প্রশংসিত হয়েছে - যার মধ্যে রয়েছে ‘দ্য লাঞ্চবক্স’, ‘প্যাগলাইট’, ‘মাসান’, ‘গ্যাংস অফ ওয়াসেপুর’, ‘পেডলার্স’, ‘জুবান’, ‘দ্যাট গার্ল ইন ইয়েলো বুটস’, ‘মনসুন শুটআউট’ এবং ‘রং রসিয়া’।