একটা সময় সন্ধ্যা হলেই স্টার জলসার পর্দায় জবাকে দেখবার জন্য মুখিয়ে থাকত সিরিয়ালপ্রেমী💫 বাঙালি। ‘কে আপন কে পর’ ধারাবাহিকে পরিচারিকা থেকে বিচারপতি হয়ে উঠা জবার কীর্তি নিয়ে ট্রোলিং যেমন কম হয়নি, তেমনই এই সিরিয়ালের জনপ্রিয়তা নিয়েও কোনও দ্বিমত পোষণ করা যাবে না। ১৫০০ পর্ব ছুঁয়ে গত বছর ডিসেম্বরে শেষ হয়েছে এই সিরিয়ালের সফর, তার থেকে আশ্চর্যজনকভাবে টেলিভিশনের পর্দা থেকে গায়েব ছিলেন পল্লবী। অ্যাওয়ার্ড ফাংশন বা গেম শো'তে তাঁর দেখা মিললেও সিরিয়ালের পর্দায় দেখা যায়নি জবা ওরফে পল্লবী শর্মাকে। দীর্ঘ চার বছর ধরে এই সফল মেগার অংশ থাকবার পর একটু ব্রেক নিয়েছিলেন অভিনেত্রী। তবে ফ্যানেরা প্রচন্ড মিস করছিল তাঁকে। অবশেষে পল্লবীর অনুরাগীদের জন্য সুখবর, স্টার জলসার পর্দাতেই কামব্যাক করছেন অভিনেত্রী।
স্টার জলসার জনপ্রিয় ভক্তিমূলক ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’-এর বিশেষ পর্বে দেখা মিলবে পল্লবীর। সেখানে কমলার চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী। অলক্ষ্মী সন্দেহে গ্রামের মানুষ আগুনে পুড়িয়ে মারতে চায় কমলাকে। মা তারার অন্ধভক্ত কমলা, অথচ গ্রামের একের পর এক মেয়ে গায়েব হয়ে যাওয়ার জন্য গ্রামবাসী দায়ী করে কমলাকে। তখন মায়ের শ🗹রনাপন্ন হয় সে, কমলার ঢাল হয়ে দাঁড়ায় বামাও। কমলার 🥀শপথ,'আমি সকলকে খুঁজে বার করবই'।
সম্প্রতি ‘মহাপীঠ তারাপীঠ’-এ দেখা গিয়েছে জলসার অপর পরিচিত মুখ অনামিকা চক্রবর্তী ಞমানে ‘এখানে আকাশ নীল’-এর হিয়াকে। এবার নতুন ধামাকা নিয়ে হাজির হচ্ছেন পল্লবী ওরফে জবা। সিরিয়ালে পল্লবীর ক্যামিও নিয়ে একদিকে যেমন ফ্যানেরা এক্সাইটেড তেমন একটু মন খারাপও। কারণ তাঁরা চায় শীঘ্রই কেন্দ্রীয় চরিত্রে ফিরে আসুক তাঁদের প্রিয় জবা। আগামী ৩১শে ডিসেম্বর থেকে ৭ই জানুয়ারি পর্যন্ত ‘মহাপীঠ তারাপীঠ’-এ দেখা মিলবে পল্লবীর।