রাজনীতির উত্তাপ গত কয়েকদিনে চড়চড়িয়ে বেড়েছে। ওদিকে রাজনীতির প্রেক্ষাপটে সাজানো আমাজন প্রাইম ভিডিয়োর পঞ্চায়েত-এর তিন নম্বর সিজনও মুক্তি পেয়েছে নির্বাচনী আবহেই। আগের দু-বারের মতো এইবারও গল্পই আসল হিরো এই সিরিজের। তবে প্রত্যেকটি চরিত্র মন 💎ছুঁয়ে গিয়েছে দর্শকদের।
পঞ্চায়েতের ২ নম্বর সিজনের শেষে মৃত্যু হয় ফুলেরার উপপ্রধানের (ফয়জল মালিক) একমাত্র ছেলের। দেশের জন্য শহীদ হয় প্রহ্লাদ পাণ্ডের পুত্র। এই সিজনে দুর্দান্ত অভিনয়ের জন্য সবার নয়নের মণℱি ফয়জল মালিক। জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তার পাশে জ্বলজ্বল করেছেন ফয়জল। সম্প্রতি 'দ্য লালানটপ'কে দেওয়া এক সাক্ষাৎকারে ফয়জল স্মরণ করেন, কীভাবে অমিতাভ বচ্চনের সামনে সৎ থাকার জন্য তিনি একসময় কাজ হারিয়েছিলেন।
সত্যি কথা বলার জন্য চাকরি হারিয়েছিলেন
স্মৃতিচারণ করতে গিয়ে ফয়জল বলেন, কীভাবে তিনি এবং অনুরাগ কাশ্যপ একটি শো'তে অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি উত্তেজিত ছিলাম কারণ আমি বচ্চন সাহেবের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। তাঁকে দেখা মাত্রই আমি ভাবলাম কাজ চুলোয় যাক এবং আমার কপিটি তার কাছে অটোগ্রাফের জন্য এগিয়ে দিলাম। বিগ বি-র বাড়িতে খাবার আসতেই থাকত। একটি খেয়ে শেষ করার আগে আরেকটি থালা চলে আসত। আমি তাক𝓰ে বলেছিলাম যে আমি এলাহাবাদ থেকে এসেছি… তিনি জিজ্ঞাসা করলেন আমি তিলের লাড্ডু খাব কিনা। ভেবেছিলাম বয়সের কারণে সে এটা খেতে পারবে না। দুঃখিত, আমার এটা বলা উচিত হয়নি। কিন্তু লাড্ডু আসার পর তিনি আমার সামনে দুটো খেয়ে ফেলন। আমি ভেবেছিলাম তিনি তার বয়স সম্পর্কে মিথ্যা বলছেন, তিনি এখনও কম বয়সী’।
তিনি আরও বলেন, '১২০ পৃষ্ঠার চিত্রনাট্যের সবগুলোই তার মনে আছে। ভুল ধরিয়ে দেওয়ার জন্য চিত্রনাট্যের দিকেও তাকাতে হয়নি তাঁকে। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, 'আপনার কি মনে হয় কখন আমাদের এই শুটিং করা উচিত? আমি সততার সঙ্গে বললাম, 'স্যার, আমাদের এখন এটা শুট করা উচিꦓত হবে না। ছ'মাস পর শুটিং করতে হবে। মিটিং শেষ করে নিচে নেমে আসার পর আমাকে বলা হলো, ‘তুমি এই প্রজেক্টে কাজ করো না। তুমি এটা ছেড়ে দাও, কারণ আমি সত্য বলেছি।’
পঞ্চায়েত সম্পর্কে
‘পঞ্চায়েত’-এর প্রথম সিজন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ২০২০ সালে। তারপর থেকেই পরবর্তী সিজনের অপেক্ষায় দিন গুনছিলেন ভক্তরা। প্রায় দু’বছর পর দ্বিতীয় সিজ়ন নিয়ে ওটিটির পর্দায় হাজির হয়েছিলেন নির্মাতারা। অবশেষে ২০ꦕ২৪-এর মে মাসে মুক্তি পেয়েছে এই জনপ্রিয় সিরিজের তৃতীয় অধ্যায়।
'গ্যাংস অব ওয়াসেপুর' সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে ফয়জল মালিকের।🥃 তিনি জিও সিনেমাসে স্ট্রিমিং দেধ বিঘা জমিন চলচ্চিত্রের একটি অংশও༒ রয়েছেন।