'পঞ্চায়েত'-এর ভূষণ ওরফে বনরাক্ষস চরিত্রটি নেগেটিভ হলেও দুর্দান্ত অভিনয়ের জন্য সকলের কাছে থেকে প্রশংসা কুড়িয়েছেন দুর্গেশ কুমার। প্রথম সিজনে সেভাবে ♔গুরুত্ব না পেলেও, দ্বিতীয় সিজন থেকে এই চরিত্র হয়ে উঠেছে 'পঞ্চায়েত'-এর অবিচ্ছেদ্য অঙ্গ। ভূষন ছাড়া 'পঞ্চায়েত' এখন কল্পনাও করা যায় না। বর্তমানে এই চরিত্রটি সোশ্যাল মিডিয়া দারুণ ভাবে ট্রেন্ডিং, আর এই চরিত্রের জন্য খ্যাতির শিখরে দুর্গেশ কুমার। কিন্তু অভিনেতার শুরুটা এতটা মসৃণ ছিলনা। জানলে অবাক হবেন পর্দার ভূষণ অর্থাৎ দুর্গেশ কুমারকে কাজ করতে হয়েছিল প্রাপ্তবয়স্কদের ছবিতেও।
সম্প্রতি ডিএনএ-র সঙ্গে দেওয়া একটি𝓰 সাক্ষাৎকারে অভিন⛦েতা তার কঠিন সময়ের কথা শেয়ার করে নেন। সেখানেই তিনি জানান, যে একটা সময় তাঁকে প্রাপ্তবয়স্কদের ছবিতে কাজ করতে বাধ্য করা হয়েছিল।
আরও পড়ুন: চোখ🐼-মুখ-ঠোঁট ফুলে লাল উরফির! হঠাৎ কীভাবে হল এই🉐 দশা?
ওই সাক্ষাৎকারেই দুর্গেশ সুযোগের অভাব প্রসঙ্গে বলেন, “আমি অভিনয় ছাড়া থাকতে পারি না। সুতরাং, আমার কাছে যেসব কা💦জের অফার এসেছে সব আমি করেছি, কারণ আমি আমার অভিনয় ক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী। আর সব থেকে বড় ব্যাপার হল আমরা এখনও কাজ পাচ্ছি। কাজ করে যেতে পারাটাও তো অনেক বড় কথা তাই না। যদি টানা কাজ না করতাম তাহলে এখনও কি কেউ ডাকত? অ্যাকশন ছবিতে কেউ আমাদের নেয় না। অন্তত কমেডি করার যেটুকু সুযোগ পাচ্ছি তাতেই আমি খুশি, সেটুকুই মন দিয়ে ভালো করে করতে চাই।"
অন্যদিকে, দ্য লাল্লানটপকে দেওয়া আরও একটি সাক্ষাৎকারে দুর্গেশ জানান, অভিনয় করতে গেলে লড়াই করার জন্য মানসিকভাবে সব সময় প্রস্তুত থাকতে হবে। কারণ এই জগৎটা খুবই অনি𝐆শ্চিত। আজ কাজ আছে, আবার কাল নাও থাকতে পারে। অভিনেতা হওয়ার জন্য মানসিক, শারীরিক এবং অর্থনৈতিকভাবে তৈরি থাকতে হবে। নিজের বিষয়ে বলতে গিয়ে অভিনেতা বলেন, "গত ১১ বছরে আমি ২ বার ডিপ্রেশনের মধ্য দিয়ে গিয়েছি।"
আরও পড়ুন: 'আমার স্তন স্পর্শ করে…' নিজের উপর ঘটে 🌼যাওয়া শারীরিক হেনস্থা নিয়ে মুখ খুললেন সানজিদা
পঞ্চায়েত সিরিজ
পঞ্চায়েত হল চন্দন কুমার রচিত ও দীপক কুমার মিশ্র পরিচালিত একটি ওয়েব সিরিজ। কোভিড চলাকালীন এই শোয়ের প্রথম সিজন মুক্তি পায়। গ্রাম্য জীবনের সহজ সরল গল্প ছুঁয়ে যায় দর্শকদের মন। এই সিরিজে দুর্গেশ কুমার ছাড়াও রয়েছেন জিতেন্দ্র কুমার𝐆, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, চন্দন রায়, বিশ্বপতি সরকার, সুনিতা রাজওয়ার, পঙ্কজ ঝা, অশোক পাঠক, সানভিকা, রাজেশ জাইস এবং আসরফ খান প্রধান। সিরিজটির প্রযোজনা করেছে দ্য ভাইরাল ফিভার(TVF)। এটি বর্তমানে অ্যামাজন প্রাইমেꦑ দেখা যাচ্ছে।