অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে এবার দেখা যাবে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় করতে। তাঁর এই অভিনয় নিয়ে ইতিমধ্যেই বিরাট চর্চা সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হয়ে গিয়েছে প্রাক্তন প🔜্রধানমন্ত্রীর সাজে তাঁর চেহারা। সম্প্রতি এই চরিত্রে অভিনয় নিয়ে কথা বলেছেন পঙ্কজ নিজেও। কী বলেছেন তিনি?
অটল বিহারী বাজপেয়ীর বায়োগ্রাফির নাম হতে চলেছে ‘ম্যাঁয় অটল হুঁ’। উৎকর꧅্ষ নাইথানি এই ছবির গল্প লিখেছেন। এবং ছবিটি পরিচালনা করেছেন তিন বার জাতীয় পুরস্কার বিজয়✤ী পরিচালক রবি যাদব।
হালে এমনিতেই চর্চায় রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী। কারণ তাঁর ছবি ‘ওএমজি ২’ বক্সঅফিসে ভালো ফল করেছে। এই ছবিতে অক্ষয়🃏 কুমারের পাশাপাশি মন জয় করে নিয়েছেন পঙকজ ত্রিপাঠীও। তারই মধ্যে আলোচಌনয়া চলে এসেছে এই ‘ম্যাঁয় অটল হুঁ’র ছবিও। কী বলছেন পঙ্কজ?
(আরও পড়ুন: ২০ বছর ধরে আমার♛ একটাই মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ ব্যবহার করি না: পঙ্কজ ত্রিপ🌳াঠি)
তাঁর কথায়, ‘কোনও বিখ্যাত মানুষের বায়োপিক করতে যাওয়া সব সময়েই খুব কঠিন কাজ। যখন মানুষ সেই ছবিটি দেখেন, তখন মানুষের মাথায় থাকে অভিনেতা চরিত্রটিকে ব্যঙ্গ করছেন না তো? কিংবা ওই বিখ্যাত মানুষটির ম্যানারিজম অভিনেতা কীভাবে ফুটিয়ে তুলছেন? আমার মনে হয়, এই বাইরের জিনসগুলিকে ঠিকঠাক করে ধরাটা খুব দরকারি। তার জন্য যাঁর চরিত্রে অভিনয় করতে চলেছি, তাঁর মানসিকতাটা বোঝা খুব দরকার। সেই অন্তরটা ধরা গেলেই মানুষটাকেও সুন্দর𒉰 করে ধরা যাবে। একজন অভিনেতা হিসাবে এটাই সব কিছুর আগে দরকার।’ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এণনটাই জানিয়েছেন অভিনেতা।
(আরও পড়ুন: হৃতিকের ছুরির আঘাতে সত্যিই জ্ঞান ꦆহারিয়ে ফেলেন পঙ্কজ ত্রিপাঠি! 🔯বলতে পারবেন কোন ছবির সেটে?)
পঙ্কজ ত্রিপাঠীর হাতে এর পরেও রয়েছে বেশ কয়েকটি কাজ। তার মধ্যে রয়েছে ‘ফুকরে ৩’ এবং ‘স্ত্রী ২’। এছাড়াও তিনি ‘মির্জাপুর ৩’ এবং ‘ক্রিমিনাল জাস্টিস ৪’ ছবিতেও কাজ করতে চলেছেন। তাঁর কথায়, ‘সিক্যুয়েলে কাজ করা তুলনায় সহজ। কারণ আপনি সেক্ষেত্রে চরিত্র এবং ত🐟ার আশপাশের পরিবেশটি সম্পর্কে অবগত। পাশাপাশি এটাও ঠিক যে, সিক্যুয়েলে কাজ করা কিছুটা একঘেয়ে। কারণ সব সময়েই মনে হতে থাকে, এর পরে আর কত হবে? এর পরে কি তৃতীয় বা চতুর্থ পর্ব আসবে? কিন্তু একটা কথা মনে রাখতেই হবে। যত ক্ষণ এটি সফল হবে, তত꧒ ক্ষণ সিক্যুয়েল করা যেতেই পারে।’