আপাতত হলে রমরমিয়ে চলছে পঙ্কজ ত্রিপাঠি-র সিনেমা ‘ওহ মাই গড ২’। প্রশংসাও পাচ্ছে স﷽মালোচকদের কাছে। এর আগে মির্জাপুর সিনেমায় তাঁর চরিত্র একইভাবে জনপ্রিয়তা পেয়েছিল। তার আগে ২০১২ সালে অগ্নিপথ ছবিতে হৃতিক রোশনের নেমেসিসের ভূমিকায় অভিনয় করে খ্যাতি পান। ভয়ঙ্কর ভিলেন ওরফে সঞ্জয় দত্তের সহকারীর ভূমিকায় অভিনয় করেছিলেন। আর সেটেই ঘটে গিয়েছিল মারাত্মক এক কাণ্ড।
Mashable India-র স💎ঙ্গে সাক্ষাৎকারের সময় পঙ্কজ ত্রিপাঠি জানান, অগ্নিপথে তার মৃত্যুর দৃশ্যের শুটিংয়ের সময়কার কথা। বলেন, ‘ওই দৃশ্যে আমাকে ৩-৪বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল। সেই সময় আমি দম আটকে রেখেছিলাম। কারণ জানতাম না ছুরি দিয়ে আঘাত করলে কেমন লাগে। আপনি যদি সেই দৃশ্য ভালো করে দেখেন দেখতে পারবেন আমার চোখ সম্পূর্ণ ল🦄াল।’
‘দ্বিতীয় বা তৃতীয় টেকের সময় জ্ঞান হারিয়ে ফেলি। এতক্ষণ শ্বাস ধরে রাখায় ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল। আমি পড়ে গিয়েছিলাম অজ্ঞান হয়ে। যখন জ্ঞান ফেরে, দেখি সবাই আমাকে ঘিরে রয়েছে।’ আরও পড়ুন: হিট তকমা জুটল অক্ষয়ের কপালে! ওএমজি ২ দেখে হল থেকে বেরিয়ে কী বলছে দ♏র্শকরা?
২০১২ সালের সিনেমা অগ্নিপথ ১৯৯০ সালের মুক্তিপ্রাপ্ত একই নামের সিনেমাটির রিমেক, যাতে মুখ্য চরিত্রে ছিলেন🙈 অমিতাভ বচ্চন। এই সিনেমার জন্য সেরা অভিনেতা বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছিলেন বিগ বি। ২০১২ সালের ছবিতে পঙ্কজ ও হৃতিক ছাড়াও অভিনয় করেন প্রিয়াঙ্কা চোপড়া।