আগে এক🦋াধিক সম্পর্ক ছিল। কখনও স্বস্তিকা, কখনও রাইমা সেন, কখনও বা অন্য কারও সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। তবে সেসবকে উপেক্ষা করে সবসময় 'প্রেমে' ভালো থেকেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এবং টলিউডের অন্যতম এলিজিবল ব্যাচেলর অবশেষে ২০২৩ সালের নভেম্বর মাসে বিয়ে করেন। অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। তাঁদের সেই বিয়ের পর বিস্তর হইচই হয়। চলে ট্রোল। এবার সমস্ত বিষয় নিয়ে মুখ খুললেন অভিনেতা। জানালেন পিয়াকে নিয়ে ভালো আছেন তিনি।
পিয়াকে নিয়ে কী বললেন পরমব্রত?
সম্প্রতি পরমব্রত চট্টোপাধ্যায় মুখোমুখি হয়েছিলেন নিবেদিতা অনলাইনের। সেখানেই অভিনেতা তাঁর বিবাহিত জীবন নিয়ে মুখ খুললেন। পরমব্রত জানান তাঁর বিবাহিত জীবন নিয়ে কোনও অভিযোগ নেই। তাঁর কথায়, 'পিয়া যেভাবে সবটা দেখে রাখে তাতে অভিযোগের অবকাশ নেই। ভালোই চলছে দাম্পত্য জীবন।' এরপর অভ꧙িনেতা জানান তাঁর জীবনে পিয়ার স্থ꧟ান কী। তাঁর কথায়, 'আমাদের জীবনটা তো অনিশ্চিত। অনেক ওঠা পড়া থাকে। বাবা মাও নেই। সেখানে দাঁড়িয়ে ও একটা ভরসার জায়গা। আমার সব থেকে বড় শক্তি।'
আরও পড়ুন: জল্পনায় সিলমোহর, সত্যি সত্যি প্রেম করছেন রোহন-অঙ্গনা? পারোর জন্য দেব লিখলেন, 'আ♌মি তোমার সঙ্গে...'
আরও পড়ুন: রাজকীয় রিসেꦑপশনে সাদা-কালো কম্বো, শ্রাবন্তী-শিবপ্রসাদ সহ আর এলেন কাঞ্চন-শ্রীময়ীর বৌভাতে?
কীভাবে আলাপ পরম পিয়ার?
অনুপমের মাধ্যমেই আলাপ হয় পরমব্রত ꦑচট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্🍒তীর। ২০১৭-১৮ সাল থেকে তাঁদের আলাপ বলেই জানান অভিনেতা। তবে তাঁরা বিয়ের কথা বা সম্পর্কে আসার কথা ভাবেন কিছুদিন আগেই। পরমের কথায়, ' আমরা একে অন্যকে ২০১৭-১৮ সাল থেকে চিনি। কিন্তু এই চেনা জানাটাকে নতুন ধাপে নিয়ে যাওয়া যায় যে বা আমরা অন্য কোনও সম্পর্কে থাকতে পারি সেটা ঠিক করি ১.৫ থেকে ২ বছর আগেই।'
আরও পড়ুন: শিক্ষক হয়ে গেল দাদু! নতুন ব🎃িজ্ঞাপনে আমিরের নাতির চরিত্রে দর্শিল সাফারি
অনুপম জানতেন তাঁদের বিয়ের ব্যাপারে সবটা?
এই কথপোকথনেই জানানো হয় অনুপম রায় আগেই জানিয়েছিলেন যে তিনি নাকি পরম এবং পিয়ার বিয়🌳ের বিষয়ে কিছুই ꦬজানতেন না। তবে সেটা নাকি সত্য নয়, দাবি অভিনেতার। এই বিষয়ে পরম জানান, 'ও এটা কেন বলেছে জানি না। কিন্তু অনুপমকে সবটা জানানো হয়েছিল। ও জানত আমাদের বিয়ের বিষয়ে। এই বিষয়ে আমি নিশ্চিত।' তবে যতই বন্ধুর বউ চোর তকমা জুটুক বা যাই হোক, পরম জানিয়েছেন তাঁর সঙ্গে অনুপমের কোনও তিক্ততা নেই।