বাংলাদেশের সেন্সর আপিল কমিটি ছবিটি মুক্তিতে কোনও বাধা নেই বলে𒅌 জানিয়েছে।দর্শকের প্রশ্ন, তাহলে কবে মুক্তি পাচ্ছে ২০🦄১৬ সালে হলি আর্টিজানে জঙ্গি হামলার ছায়া অবলম্বনে নির্মিত ‘শনিবার বিকেল’?
এদিকে একই ঘটনা নিয়ে বলিউডে নির্মিত ‘ফারাজ’ মুক্তি চূড়ান্ত ৩ ফেব্রুয়ারি। এদিন কিংবা তার একদিন আগে হলেও বাংলাদেশের দর্শককে ‘শনᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚিবার বিকেল’ দেখাতে বদ্ধপরিকর নির্মাতা মোস্তফা সꦓরয়ার ফারুকি।
এ🤪 বিষয়ে ফারুকি আস্বস্ত করে বলেন, ‘ফারাজ’ রিলিজের দিন বা এক দিন আগে হলেও আমরা ‘শনিবার বিকেল’ মুক্তির প্রস্তুতি নি🅰চ্ছি।
ছবিটির মুক্তি নিয়ে বৃহস্পতিবার রাতে ফারুকি বলেন, আপিল বিভাগ ‘শনিবার বিকেল’ মুক্তি দেয়ার সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, ত💯ারপরও আমরা আসলে এখনো সেন্সর বোর্ডের কিছু দাপ্তরিক প্রক্রিয়ার মধ্যে আছি। আশা করছি রবিবারের মধ্যেই সব কাজ শেষ হবে। এবং শেষ হওয়া মাত্রই আমরা ট্রেলার রিলিজ করবো। এবং তারপর দ্রুততম সময়ে আমরা ছবিটা রিলিজ করব।
তিনি বলেন, আমরা জানি সাধারণত ট্রেলার রিলিজের পর একটা মোটামুটি গ্যাপ দিয়ে ছবি মুক্তি দেয়া হয়। কিন্তু আমাদের কেসটা যেহেতু ‘অ-সাধারণ’, সেহেতু আমরা এই ক্ষেত্রেও ‘অ-সাধারণ’ পথে হাঁটবো। ট্রেলার রিলিজের এমন কি এক দি💝ন পরও আমরা ছবি রিল♏িজ করতে প্রস্তুত।
বাংলাদে🥂শ-ভারত-জার্মান এই ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত ‘শনিবার বিকেল’। বাংলা ভাষা ছাড়াও ইংরেজি ভাষাতেও হয়েছে ডাবিং। টানা ১৫ দিন মহড়ায় মাত্র ৭ দিনেই শেষ হয়েছে ছবির শ🐬ুটিং।
ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, 🌱পরমব্রত, তিশা এবং♎ ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি।
(সূত্র: চ্যানেল আই )