কার্তি𓃲ক-কিয়ারার 'সত্য প্রেম কি কথা'র জন্য অরিজিৎ সিংয়ের গাওয়া 'পাসুরি নু' নিয়ে চর্চা চলছেই। পাকিস্তানি গানের বলিউড রিমেক বিন্দুমাত্র পছন্দ হয়নি বহু পাকিস্তানির। সোশ্যাল মিডিয়ায় চলছে তীব্র ট্রোলিং। এমনকি অরিজিতের গাওয়া 'পাসুরি নু'র সমালোচনা করেছেন পাক ক্রিকেটার শোয়েব আখতার থেকে শুরু করে বহু পাক সেলিব্রিটি। পাকিস্তানিদের রোষের মুখে পড়েছেন অরিজিৎ। এই পরিস্থিতিতে মুখ খুললেন পাকিস্তানের 'পাসুরি'র মূল গায়িকা শেয় গিল।
পাকিস্তানি গায়ক আলি শে🔯ঠির সঙ্গে মিলে 'পাসুরি' গেয়েছিলেন শেয়ꦑ গিল। যে গানটি পাক কোক স্টুডিওয়ের দৌলতে গোটা বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়তা পেয়েছে। অবশেষে অরিজিতের গাওয়া 'পাসুরি'-র রিমেকের ট্রোলিং নিয়ে মুখ খুললেন পাক গায়িকা শেয় গিল।
কী বলছেন শেয়?
'পাসুরি'র রিমেকের সিদ্ধান্ত আমি নিয়েছি কিনা, এনিয়ে অনেক প্রশ্নের মুখে পড়েছি। আমি জানাতে চাই বন্ধুরা, আমি গানটির মালিক নই, আমার অধিকার নেই, তাই আমি এটি বিক্রি করিনি। আ༺মি আসলে আপনাদের মাধ্যমেই গানটির রিমেক🃏 সম্পর্কে জানতে পেরেছি।'
শেয় গিল আরও লেখেন, ‘লোকজন পাসুরির রিমেক নিয়ে ঘৃণা প্রদর্শক করছেন। ট্রোল করছেন। আমি বুঝতে পারছি যে আপনারা সকলেই আসল পাসুরি গানটিকে ভালোবেসেছেন, আমি সেই ভালবাসার জন্য খুব কৃতজ্ঞ। আমি কতটা কৃতজ্ঞ তা ভাষায় প্রকাশ করতে পারছি না। কিন্তু একসঙ্গে আমি এটাও চাই না যে আপনি অন্য কাউকে ঘৃণা দেখান। এটিকে রিমেকের পরিবর্তে নতুনভাবে উপস্থাপনা হিসাবে দেখুন। দেখুন তাতে রাগ কিছুটা কমবে। আর তারপর💛েও যদি গানটি পছন্দ না হয়, তাহলে আমি বলব ওটা শুনবেন না। ঘৃণার থেকে ভালো না শোনা। বাড়িতে রিমেক নিয়ে আলোচনা করছেন, সে নাহয় ঠিক আছে, তবে আপনি যদি প্রকাশ্যে কাউকে অপমান করেন সেটা তো ভাল নয়, তাই না?’
আরও পড়ুন-যখন প্রথম মুম্বই♒ আস♑ি ও অভিনয় করতে চাই, তখন আমি ৩০, শুনতে হয়েছিল 'আপনি তো বুড়ি'!
আরও পড়ুন-‘এটা কেমন পাস꧃ুরি রে ভাই!’ অরিজিতের ‘পাসুরি’ শুনে কটা🍷ক্ষ শোয়েবের
প্রসঙ্গত, অরিজিতের গাওয়া ‘পাসুরি নু’ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি পাক ক্রিকেটার শোয়েব আখতার। শোয়েবও বুধবার রিমেক গানের কটাক্ষ করে লিখেছিলেন, ‘অ্যায় কি পশুরি পায়ি অ্যায়’। যার বাংলা তর্জমা করলে খানিটা দাঁড়ায়, ‘এটা কেমন পাসুরি রে ভাই!’ শোয়েবের সেই টুইট🤡ের সমর্থনে সুর চড়িয়েছিলেন বহু পাক নাগরি🦹ক। ‘পাসুরি’র রিমেকের নিন্দা করেছেন পাক অভিনেতা আদনান সিদ্দিকি, অমর খান সহ আরও অনেকেই।