বক্স অফিসে তেমন লক্ষ্মীলাভ করতে পারেনি কঙ্গনা রানাওয়াত অভিনীত ছবি ‘ধাকড়’। প্রথম দিনে মাত্র ৫০ লক্ষ টাকার ব্যবসা করেছে এই ছবি। সপ্তাহান্তে ৩ কোটির ঘরেও প্রবেশ করতে পারেনি এই ছবি। বলিউডের একাধিক তারকা⛦র কাজ নিয়ে সমালোচনা করে থাকেন কঙ্গনা। তবে এবার নিজের ছবি প্রসঙ্গে টু শব্দটি করতে দেখা যায়নি তাঁকে। যদিও ‘ধাকড়’-এর বক্স অফিসের কালেকশন নিয়ে মুখ খুলেছেন রিচা চাড্ডা।
কোনও রাজনৈতিক প্রসঙ্গ হোক কিংবা বলিউডের কোনও বিষয়, নিজের বিতর্কিত মন্তব্যের জন্য হামেশাই চর্চায় থাকেন কঙ্গনা। অভিনেত্রীর ছবি ফ্লপ হতেই তাঁকে ট্রোল করা শুরু করেছেন নেটিজেনের একাংশ। খ্যাতনামা উদ্যোগপতি তেহসিন পুনাওয়ালা টুইট করে বলেছেন, 'কঙ্গনা অনুরোধ করা সত্ত্বেও 'ধাকড়' দেখা হয়ে ওঠেনি।' আরও পড়ুন: Kangana Ranaut New Car: ধাকড়-এর প্রিমিয়ারে নতুন গাড়ি আনল কঙ্গনা! সবে এসেছে ভারতে, দাম শু🧸নলে মাথা ঘুরবে
তেহসিন পুনাওয়ালা কঙ্গনার ট্রোলারদের উদ্দেশ্যে টুইট করে লিখেছেন, ‘ধাকড় ছবির জন্য কঙ্গনা রানাওয়াতকে ট্রোল করা খুবই অন্যায়। আমরা অনেকেই কঙ্গনা সঙ্গে সহমত বা দ্বিমত পোষণ করি। কিন্তু অস্বীকার করতে পারি না, তিনি আজ সিনেꦫমা জগতের সেরা অভিনেত্রীদের মধ্যে অন্যতম এবং ঝুঁকি নিতে সাহসী মহিলা’।
একজন সাংবাদিক উত্তরে লেখেন, ‘এটা হাস্যকর। দর্শকেরা একটি খারাপ ছবি প্রত্যাখ্যান করেছে যা শোতে শূন্য। সত্যি কথা বলতে কি ট্রোলিং হচ্ছে? সত্যিই’। তেহসিন বলেন🎀, ‘না! ফ্লপ হওয়া সিনেমা নিয়ে উদযাপন ঠিক নয়!’
সেই পোস্টের নীচে প্রতিবাদ জানান 'পাঙ্গা'-র অভিনেত্রী রিচা চাড্ডা। এই টুইটের উত্তরে রিচা বলেন, ‘ক্ষমতা হাতে থাকলে অনেক সুবিধে। ট্যাক্স ফাঁকি দেওয়া যা𝓡য়, ঘন ঘন পুরস্কার, বিশেষ সামাজিক মর্যাদা, সব বিনা আয়াসে পাওয়া যায়। এমনকি নিজের ইচ্ছে মতো ছবিকে প্রচারও পাইয়ে দেওয়া যায়। কিন্তু সততা এবং সৎসাহসেরও জোর আছে! সে কথা যেন মনে রেখো তেহসিন। জনগণ যে কোনও উপায়ে মতামত জানাচ্ছে। তাই তুমি শান্ত থাকো।’
তাহসিন পুনাওয়াল্লার কথার জবাবে, রিচা চাড্ডা তাকে মনে করিয়েে দেন, গত বছর মাদক মামলার বিতর্কের মধ্যে কঙ্গনা কীভাবে বলিউডের সমালোচনাকারী সবচেয়ে উচ্চকণ্ঠের প্রতিবাদ করেছিলেন। এমনকি ফিল্ম ইন্ডাস্ট্রিকে ‘নর্দমা’ বলেও অভিহিত করেছিলেন কঙ্গনা। তিনি লিখেছেন, ‘খুব সুপরিকল্পিতভাবে, একটি গল্পের প্লট তৈরি করা হয়েছিল। মুম্বাইয়ের সিনেমা ইন্ডাস্ট্রির ব্যবসা সমস্ত নোংরামির আস্তানা। ইন্ডাস্ট্রিতে খুনির সংখ্যা বাড়ছে! অনেক মানুষ এই গল্প প্লট অংশ নিয়েছে।’ রিচা বলেন, ‘হ্যাঁ, এটা নৈতিকভাবে ভুল। কারণ হাজার হাজার মানুষ একটি ছবিতে কাজ করে। কিন্তু এছাড়াও, এটা ঘটে থাকে। সবার ক্ষ𝔍েত্রেই হয়ে থাকে।’