শীঘ্রই মা হতে চলেছেন বিগ বস ৯-এর ঘরে প্রতিযোগী কিশওয়ার মার্চেন্ট। সুখবর আগেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। সন্তান প্রসবের আগের পর্যায় রয়েছেন নায়িকা। সম্প্রতি বেবি বাম্প নিয়ে ফটোশ্যুট করেছেন তিনি। সেই ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। অন্তঃসত্ত্বা অবস্থায় ফটোশ্যুটের ছবি শেয়ার করে কিশওয়ার লেখেন, ‘এটা একটা স্পন্দন’। কিশওয়ার ছবি পোস্ট করতেই ক্রিস্টাল ডিসুজা, স্মৃতি কান্নন, কাশ্মীরা শাহ, নীতি টেইলর সহ ইন্ডাস্ট্রির বন্ধু, সহকর্মী এবং অনুরাগীরা ভালবাসায় ভরিয়ে দিয়েছে। ছবিতে তাঁকে সাদা বডিশ্যুট পোশাকে দেখা যাচ্ছে। ২০১৫ সালে বিগ বসের ঘরে প্রতিযোগী হিসেবে হাজির ছিলেন কিশওয়ার মার্চেন্ট ও তাঁর স্বামী সুয়াশ রাই। এরপর বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। বিয়ের চার বছর পর দম্পতির কোল আলো করে আসবে তাঁদের প্রথম সন্তান। অগস্টেই নতুন সদস্য আসতে চলেছে তাঁদের পরিবারে। ২০১০ সালে ‘প্যায়ার কি এক কাহানি’র সেটে আলাপ হয় কিশওয়ার মার্চেন্ট আর সুয়াশ রাইয়ের। ২০১৬ সালে বিয়ের পর্ব সারেন তাঁরা। মাস খানেক আগেই বেবি শাওয়ারের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন কিশওয়ার।