একসময় বড়পর্দার চর্চিত খলনায়ক ছিলেন প্রেম চোপড়া। ৭০,৮০ এবং ৯০-এর দশকেও বহু হিন্দি ছবির 🌠চির-পরিচিত মুখ ছিলেন তিনি। যদিও পর্দার সবথেকে বিপদজনক খলনায়ক বলে প্ﷺরেম চোপড়াকেই মনে করতেন দর্শকরা। একসময় রাজেশ খান্নার সঙ্গে বহু ছবিতে অভিনয় করেছেন প্রেম চোপড়া। অভিনেতার আইকনিক ট্যাগলাইন ছিল, 'প্রেম নাম হ্যায় মেরা... প্রেম চোপড়া'। যদিও পর্দার খলনায়ক ইমেজ তাঁর ব্যক্তিগত জীবনকেও প্রভাবিত করেছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেবিষয়েই মুখ খুলেছেন প্রেম চোপড়া।
সাক্ষাৎকারে প্রেম চোপড়া বলেন তাঁর খলনায়ক ইমেজের কারণে বেশ বিরক্ত ছিলেন অভিনেতার বাবা। প্রেম চোপড়া বলেন, ‘একবার আমি চ🐼ণ্ডীগড়ে বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। চণ্ডীগড়ে একটা পঞ্চকুলা বাগান আছে, বাবা আর আমি সেখানে হাঁটতে যেতাম। একবার দেখলাম, ৪-৫জন লোক আমাদের দিকে এগিয়ে আসছে। ওঁরা আমাকে চিনতে পেরেছিলেন আর তাই বলতে শুরু করলেন, মহিলাদের লুকিয়ে পড়তে বলো, প্রেম চোপড়া আসছে। আর বাবা তো এসব শুনে অবাক। বললেন, নিজের কী ইমেজই না বানিয়েছো!’
আরও পড়ুন-স্নায়ুর বিরꦑল রোগ, যা সারে না! ৫৭-তে চলে গেলেন অভিনেত্রী সান্দ্রা বুলকের সঙ্গী ব্রায়ান
আর পড়ুন-অফশোল্ডার ড্রেসে Hot লুক, স্নিকার্স পরেই বাথটাবে নেমে এক কাণ্ড ঘট🉐ালেন পূজা
প্রেম চোপড়া বলেন, ‘আসলে ছবিতে চরিত্রের প্রয়োজনেই মহিলা, নায়িকাদের সঙ্গে খারাপ আচরণ করতে হয়েছে। অনেকসময়ই পর্দায় ধর্ষণ, কিংবা শ্লীলতাহানির দৃশ্যেও অভিনয় করেছি। আর সেসবই ছবি চিত্রন𒆙াট্যের প্রয়োজনে।’ প্রেয় চোপড়া নিজেকে ক্যামেরার সামনে ‘শয়তান’ বলে আখ্যা দিয়েছিলেন।
প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে রাজ কাপুরের শ্যালিকা উ൲মাকে বিয়ে করেছিলেন প্রেম চোপড়া। প্রেম চোপড়ার স্ত্রী উমা চোপড়া হলেন রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণ কাপুরের বোন। কৃষ্ণা কাপুরই প্রেম চোপড়াকে তাঁর বোনের জন্য যথাযত মনে করেছিলেন। যদিও এই বিয়েতে প্রমে প্রেম চোপড়া রাজি ছিলেন না। তবে বেশ কয়েকবার উমার সঙ্গে দেখা করার পর তিনি তাঁর প্রেম⛎ে পড়ে যান। ১৯৬৯ সালে তাঁদের বিয়ে হয়।