ভোজপুরী অভিনেতা তথা সাংসদ রবি কিষাণের জন্য আনন্দ ও গর্বের দিন। রবি কিষাণের ২১ বছরের মেয়ে ঈশিতা শুক্লা, যিনি কিনা একজন এনসিসি ক্যাডেট, তিনি এবার ভারতীয় সেনাবাহিন🥃ীতে যোগ দিতে চলেছেন। ঈশিতা শুক্লা ভারত সরকারের উদ্যোগে অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়ার জন্য নিজের নাম নথিভুক্ত করেন।
অগ্ন♋িপথ প্রকল্পে নিয়ম অনুসারে দেশের যুবকরা ১৭ থেকে ২১ বছর বয়সের মধ্যে নিজের নাম নথিভুক্ত করতে পারেন৷ সেই প্রার্থীদের কেন্দ্রের তরফে চার বছরের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়৷ প্রশিক্ষণ শেষে প্রার্থীরা অগ্নিবীর হিসাবে সেনাবাহিনীতে যোগ দিতে পারেন।
আরও পড়ুন-মহারাষ্ট্রে প্রবল বৃষ্টি, ভ🧜েঙে পড়ল প্রয়াতꦿ অভিনেত্রী নূতনের বাংলোর একটা অংশ
গত বছর, রবি কিষাণ টুইট করে জানান, তাঁর মেয়ে ঈশিতা শুক্লা অগ্নিপথ প্রকল্পের অংশ হয়েছেন। আর তাতে বাবা হিসাবে তিনি ভীষণ গর্বিত বলেই🅺 জানিয়েছিলেন অভিনেতা রবি কিষাণ। এই বছরের শুরুতে রবি কন্যা ঈশিতা শুক্লা ২৬ জানুয়ারী (২০২৩) প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিয়েছিলেন। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেছিলেন রবি কিষাণ। লেখেন, 'আমার সাহসী মেয়ে ঈশিতা শুক্লা গত ৩ বছর ধরে কঠোর পরিশ্রম করছে দেশের সেবা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ঈশিতা দিল্লি অধিদপ্তরের ৭ গার্লস ব্যাটালিয়নের একজন ক্যাডেট, এই তীব্র ঠাণ্ডা ও কুয়াশার মধ্যেও প্রশিক্ষণ নিচ্ছেন এবং কর্তব্য পালন করছেন। বাবা হিসাবে আমি গর্বিত। ঈশিতা মাননীয় রাষ্ট্রপতি শ্ꦜরীমতী দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সহ গোটা দেশের সামনে কুচকাওয়াজে অংশ নেবেন। ওকে সত্য়িই ধন্য়বাদ।