১৫ নভেম্বর শুক্রবার পালিত হয় বিরসা মুণ্ডার জন্মবার্ষিকী। আর সেই উপলক্ষ্যেই নিজের সংসদীয় এলাকা হ🎉ুগলিতে পৌঁছে গিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। পোলবা দাদপুর ব্লকের কৃষি খামার প্রাঙ্গণ, সেখানেই আয়োজিত হয়েছিল আদিবাসীদের এই অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানে গিয়েই সকলকে কার্তিক পুজোর শুভেচ্ছা জানিয়েই রচনা বলে বসেꦉন ‘আমার বাড়িতে কোনওদিন কার্তিক পড়েনি।’ আর তারকা সাংসদের এমন কথায় হেসে ফেলেন সেখানে উপস্থিত অনেকেই।
১৬ নভেম্বর, অর্থাৎ আজ𒊎 শনিবার কার্তিক পূ্র্ণিমা। প্রথা অনুযায়ী, বিবাহিতাদের বাড়িতে 🔯কার্তিক ফেলার রীতি রয়েছে। বিশেষ করে সদ্য বিবাহিতাদের বাড়িতে। বিশেষত সন্তান কামনা করেই এই দেবী দুর্গাপুত্র কার্তিকের মূর্তি ফেলার রীতি রয়েছে। আর এই দেবমূর্তি ফেলা হলে পুজো করতেই হয়। পুজোর পাশাপাশি খাওয়াদাওয়ারও আয়োজন করা হয়ে থাকে। তবে রচনা বন্দ্যোপাধ্যায়ের দাবি, তাঁর বাড়িতে নাকি কখনওই কেউ কার্তিক ফেলেননি। আর তাই তাঁর বাড়িতে কার্তিক পুজোও হয়নি কখনও।