সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি 'সারফিরা'-এ অক্ষয় কুমারের সঙ্গে দেখা গিয়েছিল রাধিকা মদনকে। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড নিয়ে নানা কথা বলেছিলেন। সেখানেই তিনি বি-টাউনের বিউটি স্ট্যান্ডার্ড নিয়ে মুখ খুলেছেন। তাঁর মতে বোটক্স বা ফিলারের কারণে কখনওই কোনও সেলিব্রিটিকে বিচাཧর করা উচিত নয়।
সম্প্রতি নিউজ ১৮ কে দেওয়া এক সাক্ষাৎকারে, রাধিকা জানান যে, অনেকে তাঁকে দেখেও ভাবতেন তিনি মনে হয় মুখে সার্জারি করিয়েছেন। বিশেষ করে নায়িকার চোয়াল দেখে এমন মন্তব্য করতেন অনেকেই। এ প্রসঙ্গে রাধিকা বলেন, 'অনেকেই মনে করেন তাঁদের মুখে বা শরীরে কিছু সার্জারি করলে বা কিছু ছোট ছোট পরিবর্ত൩ন করলে হয়তো তাঁদের আরও সুন্দর দেখাবে বা তাঁরা নিজেরাও তাঁদের কাজের ক্ষেত্রে আরও আত্মবিশ্বাসী হবেন, সেক্ষেত্রে তিনি তা করতেই পারেন এর জন্য আমি তাঁদের কখনওই বিচার করব না, করিও না। আমি আমার ক্ষেত্রে এখনও পর্যন্ত এর প্রয়োজন বোধ করিনি, তাই কোনও বোটক্স বা ফিলারের দিকে যাইনি। কিন্তু তাতেও লোকেজন অনেক সময় আমাকে বলেছেন যে আমি আমা🍸র চোয়ালে কোনও সার্জারি করিয়েছি, না হলে এতটা কাটা হতে পারে না। তারা কী মনে করেন, যে আমি একটি স্কেল নিয়ে এইসব মাপতে বসব, তারপর সার্জারি করব? আমি বেশ অবাকও হয়েছিলাম এইসব শুনে।'
পাশাপাশি নায়িকা আরও জানান, যদি তিনি কসমেটিক সার্জারি করতে চান তাহলে তিনি এ নিয়ে বেশি চিন্তা করবেন না। রাধিকা বলেন, 'এখন আমি প্রয়োজন বোধ করছি না, তাই কোনও রকম সার্জারির দিকে যাইনি। তবে হয়তো কয়েক বছর পর করাতেও পারি। এ⛎খন থেকে তো আমি জানি না, যে ভবিষতে কী করব বা কী ভাববো। এটা সব নির্ভর করবে সেই সময়ে আমি নিজেকে কীভাবে দেখাতে চাইছি তার উপর। আমি চাই এটা এখন যেভাবে আছি সেভাবেই যেন থাকি। আমার মনে, আমি এখনও করিনা কাপুর। কিন্তু কয়েক বছর পর তা মনে না হলেও তখন আমি নিজেকে বিচার করব না।'
আরও পড়ুন: ‘যৌনতার জন্য নয়…’! চারদিকে ‘পরকীয়া’, গৌরব-পত্নী দেবলীনা কী কামনা করেন মন🌌ে-মনে
প্রসঙ্গত, রাধিকা সুধা কোঙ্গারা পরিচালিত 'সারফিরা'-এ🐠র প্রচারে বর্তমানে ব্যস্ত। ছবিটি ভারতের ক্রমবর্ধমান স্টার্টআপ সংস্কৃতি এবং বিমান শিল্পের পটভূমিতে তৈরি করা হয়েছে। এটি সুরারাই পোত্রুর হিꦚন্দি রিমেক, যেটিতে সুরিয়া অভিনয় করেছে এবং এটি এয়ার ডেকানের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন জিআর গোপীনাথের জীবনের ঘটনা থেকে অনুপ্রাণিত। ২০২০ সালে মূল ছবিটি সেরা ফিচার ফিল্ম এবং সেরা অভিনেতা-সহ মোট পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল।