ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ, CP(I)M নেতা তড়িৎবরণ তোপদারের বাড়িতে গিয়েছিলেন পরিচালক, বিধায়꧋ক রাজ চক্রবর্তী। আর প্রাক্তন সিপিএম নেতার বাড়িতে রাজের যাওয়া নিয়ে শুরু হয়েছে হইচই। ব্যাপারটা কী? হঠাৎ কেন তড়িৎবরণ তোপদারের বাড়িতে গেলেন রাজ? উঠছে নানান কোতুহল༒ী প্রশ্ন।
টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে অন্যকথা। শোনা যাচ্ছে, ব্যারাকপুর নিয়ে নাকি ছবি করছেন রাজ চক্রবর্তী। সেটা অবশ্য ছবি কিংবা ওয়েব সিরিজও হতে পারে। আর তাতে নাকি আবার অভিনয় করতে পারেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। প্রসঙ্গত, অতি সম্প্রতি রাজ চক্রবর্তীর 'আবার প্রলয়' ওয়েব সিরিজে ꧟অভিনয় করেছিলেন সেচম🌟ন্ত্রী তথা ব্যারাকপুরের অন্যতম নেতা পার্থ ভৌমিক। তারপর থেকেই ব্যারাকপুর নিয়ে একাধিক ক্রাইম সিরিজ, থ্রিলার, শর্ট ফিল্ম হওয়ার কথা শোনা যাচ্ছে। আর তাতে শোনা যাচ্ছে ব্যারাকপুরেরই একাধিক দাপুটে রাজনীতিবিদদের নাম।
আরও পড়ুন-এবার টাবু-করিনা-﷽কৃতির সঙ্গে তারকাখচিত ছবিতে শাশ্♐বত চট্টোপাধ্যায়
আরও পড়ুন-শানের সা🍒মনে দাঁড়িয়ে 'চাঁদ সিফা🏅রিশ', গাইতে গিয়ে বড় ভুল করলেন অনুরাগী, কী করলেন গায়ক?
আরও পড়ুন-গদর-২র সমালোচ☂না করেন নাসিরুদ্দিন, বর্ষীয়ান অভিনেতার বিকিনি পরার কথা ফাঁস করলেন অনিল
তবে প্রশ্ন উঠছে, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ, CP(I)M নেতা তড়িৎবরণ তোপদারের বাড়িতে গিয়ে কী কথা বলেছেন রাজ? এবিপি আনন্দের প্রতিবেদন সূত্রে খবর এবিষয়ে রাজ চক্রবর্তী জানিয়ꦜেছেন, তড়িৎবরণ তোপদারের সঙ্গে প্রায় ঘণ্টা দুয়েকের কথা হয়েছে। ব্যারাকপুরের অনেক অজানা কথা, গল্প জেনেছেন তিনি। তবে ছবি করার বিষয়ে কোনও মন্তব্য করেননি রাজ। এদিকে তড়িৎবরণ তোপদার জানিয়েছেন, ‘ব্যারাকপুর নিয়ে কী ভেবে কে কী করছেন আমার জানা নেই। তবে শুনেছি রাজ নাকি করছেন।’ যদিও তড়িৎবরণ ও রাজ চক্রবর্তীর বৈঠক নিয়ে অন্যকথা বলছে♛ন প্রাক্তন সিপিএম সাংসদের ছেলে। নীলাদ্রির কথায়, রাজ চক্রবর্তী তাঁর বাবার উপর নাকি একটি ডকুমেন্টরি বানাতে চান।
এদিকে রাজের ব্যারাকপুর নিয়ে সিরিজে তাঁর কাজ করার কথায় অর্জুন সিং বলেন, ‘ব্য়ারাকপুর মানেই অর্জুন সিং, অর্জুন সিং মানেই ব্যারাকপুর।’ এদিকে সাসপেন্স জিইয়ে রেখে রাজ চক্রবর্তী বলেন, ‘অর্জুন দা🤡💛 যে করছেন জানতাম না। পার্থদা নাটক করেন। ব্যারাকপুর নিয়ে ক্রাইম থ্রিলার হলে অর্জুনদা, পার্থদা থাকবেন সেটাই স্বাভাবিক। ব্যারাকপুর নিয়ে পড়াশোনা করছি, কিছু হলে নিশ্চয় জানাব।’