আর জি কর-কাণ্ডের আবহে, তিলোত্তমাদের প্রতিবাদ নিয়ে শর্ট ফিল্ম তৈরি করে, দ🅰লের রোষে পড়েছেন টিএমসিপি-র দুই শীর্ষ পদাধিকারী। রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তী এবং ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার সহ সভানেত্রী রাজন্যা হালদার, দুজনকেই সাসপেন্ড করা হয়েছে।
শনিবারই সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বাম-মনস্ক অভিনেত্রী শ্রীলেখা। ‘আগমনী’ সিনেমার পোস্টার শেয়ার করে লিখলেন, ‘সাসপেন্ড করা হল? লজ্জা লজ্জা! যাই হোক, উৎসব ভালো কাটুক।’ একজন কমেন্টে লিখলেꩲন, ‘এই পোস্টারট দেখে কাল থেকে মাথায় আগুন জ্বলছে দি।’ তাতে শ্রীলেখা জবাবে লিখলেন, ‘জানি। বলি না মানুষ সব পারে।’
‘আগমনী’-র পোস্টারে দেখা গিয়েছে মাথায় শোলার মুকুট, গা-ভর্তি সোনার গয়না, লাল পাড় সাদা শাড়িতে সেজে রাজন্যা যেন কোনও দেবীর প্রতিরূপ। অথচ তাঁর হাতে স্টোথোস্কো🌄প এবং গায়ে চিকিৎসকদের সাদা অ্যাপ্রোন। পোস্টারের উপর বড় বড় হরফে লেখা- ‘আরজি করের পটভূমিতে তৈরি’।
আরও পড়ুন: পুজোর আগেই বিয়ের পিঁড💛়িতে রূপসা, সায়নদীপের গলায় কোন তারিখে দিচ্ছেন মালা?
এদিকে রাজন্যার বানানো শর্ট ফিল্ম নিয়ে ইতিমধ্যেই ফেসবুকে পোস্ট করেছেন কুণাল ঘোষ। তিনি লে⛦খেন, আর জি কর নিয়ে একটি শর্টফিল্মের খবর এসেছে। তবে সেটির সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্🅘ক নেই। তিনি আরও জানান, ঘাসফুল দলও তিলোত্তমার ঘটনার ন্যায়বিচার চায়। এরকম একটা স্পর্শকাতর বিষয়কে প্রচারে ব্যবহার করার চেষ্টার বিরোধী তাঁরা।
আরও পড়ুন: ভুয়ো নথি নিয়ে ভারতে থাকা ⛦বাংলাদেশি অভিনেত্রীর সঙ্গে ‘পর্ন ব্যবসা’ রাজ কুন্দ্রার?
তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য সামনে এনেছিলেন রাজন্যা ও প্রান্তিককে সাসপেন্ড করার খবর। এদিকে সাসপেন্ডেও ভয় পাচ্ছেন না রাজন্য। বরং জানালেন, ‘পার্টি কেন সাসপেন্ড করেছে, পার্টি বলতে পারবে। আমার শর্ট ফিল্মে𒀰র গল্প প্রত্য়েক তিলোত্তমার। এই সমাজের বুকে থাকা মহিলাদের, যাদের দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হতে হয়। অনেকে আপস করে। অনেকে ভোকাল হয়।’
আরও পড়ুন: উঠে গিয়েছে ডালহৌসির হোটেল, নিউটাউনেও নাকি লোক নেই! হেঁশেল নিয়ে𒊎 কোথায় গে🌠ল নন্দিনী
এরপর রাজন্যা প্রশ্ন তোলেন দেবকে নিয়ে। ছাড়েননি তৃণমূলের ম🌌ুখপাত্রকেও। বললেন, ‘কুণাল ঘোষ কি পুজোর গান দলকে জানিয়ে লিখেছিলেন? দেব কি দলকে জানিয়ে 'প্রধান' তৈরি করেছিলেন?’ সাসপেনশনের পরও রাজন্যা আর প্রান্তিক স্পষ্ট করেছেন যে, তাঁদের শর্টফিল্ম পূর্বনির্ধারিত দিনেই মুক্তি পাবে।