কিছুদিন আগেই মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় অভিনীত ওয়েব সিরিজ ‘রাজনীতি’। সৌরভ চক্রবর্তী পরিচালিত এই ওয়েব সিরিজে এক রাজনৈতিক পরিবারের গল্প ফুটে উঠেছে। পেশা রাজনীতি এবং বাড়ির অন্দরের রাজনীতির গল্পকে এখানে তুলে ধর🅰া হয়েছে। অভিনয়ে কৌশিক গঙ্গোপাধ্যায় ছাড়াও আছেন দিতিপ্রিয়া রায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী প্রমুখ। এই সিরিজে নিজের চরিত্র থেকে ওয়েব সিরিজের বিষয়ে নিজের মতামত সহ আরও একাধিক জিনিসে নিজের ভাবনা জানালেন কৌশিক গঙ্গোপাধ্যায়।
নিউজ ১৮ বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে কৌশিক গঙ্গোপাধ্যায় তাঁর এই সিরিজের চরিত্রের বিষয়ে জানানꦍ, 'আমার এই চরিত্রের নাম রথীন বন্দ্যোপাধ্যায়। সে পেশায় পলিটিশিয়ান। পারিবারিক সূত্রে সে পলিটিশিয়ান। তাঁর পরিবারের পূর্বসূরিরাও এই পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তবে রাজনীতি নামটা দেখে এটা ভাবার কোনও কারণ নেই এটা পুরোটাই রাজনীতি পেশার বিষয়ে। আসলে রাজনীতি তো কেবল পেশা নয়, এটা যেমন বাড়িতেও দেখা যায়, তেমন অফিসে দেখা যায়। বাড়ির মধ্যে চলতে থাকা বাবা, মেয়ে, মার রাজনীতির প্রভাব কী করে বাইরের রাজনীতিতে পড়েছে সেটাই এখা꧅নে সৌরভ তুলে ধরেছে।'
নিজে যেহেতু একজন পরিচালক সেহেতু অন্য কারও পরিচালনায় কাজ করতে গিয়ে কী কখনও মনে হয় এই সিন একটু অন্য রকম ভাবে হলে ভালো হতো বা কিছু? উত্তরে অভিনেতা বলেন, 'পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়কে আমি এসব সময় বাড়িতে রেখে যাই। হতে পারে অভিনেতা হিসেবে আমি টেকনিক্যালি সাউন্ড। কিন্তু আমি কখনও যাঁর পরিচালনায় কাজ করছি অভিনেতা হিসেবে তাঁর ব্যক্তিগত স্পেসে ঢুকে পড়ি না। বরং তাঁর হাতের প♛ুতুলের মতো কাজ করি।'
সৌরভ চক্রবর্তীর সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? উত্তরে কৌশিক বলেন, 'বেশ ভালো। ওর টেকন🍨িক্যাল জ্ঞান ভীষণ ভালো। ও জানে ওর সীমিত বাজেট সময়ের মধ্যে কীভাবে কাজ শেষ করতে হবে। অকারণ তাড়াহুড়ো করে না, চাপ নেয় না। কোনও সিনে ভুল হলে পুরোটা প্রথম থেকে করে না। যতটা দরকার ততটুকু করে। এতে সময় বাঁচে।'
সিনেমায় পরিচালনা, ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে হাতেখড়ি। কোন মাধ্যম নিয়ে কী বলার আছে? এই বিষয়ে বর্ষীয়ান পরিচালক তথা অভিনেতার মত হল, 'সিনেমা সবার বড়, সে বাড়ির বয়োজ্যেষ্ঠ। তার সঙ্গে কারও তুলনা হয় না। সে টেলিফিল্ম, সিরিজ, বা অন্য কিছুর। অনেকে বলেন ওয়েব সিরিজের জন্য সিনেমার ভবিষৎ অন্ধকার। এটা ভুল। ওয়েব সিরিজের সঙ্গে টেলিভিশন সিরিজের প্রতিদ্বন্দ্বিতা হবে। একটা নিজের ইচ্ছে দেখা যায়, একটা চ্যানেলের। কিন্তু সিনেমা মানে কেবল গল্প নয়, এটা একটা অভিজ্ঞতা, বেড়ানো।☂'
সিরিজে তো রাজনীতি করলেন কিন্তু বাস্তবে কি রাজনীতির মঞ্চে দেখা যাবে কৌশিককে? উত্তরে অভিনেতা বলেন, 'রাজনীতি༺ আমার বিষয় নয়। সিনেমা আর রাজনীতি আমি এক সঙ্গে হ্যান্ডেল করতে পারব না। আমার মধ্যে একটা মধ্যবিত্ত মানুষের মন আছে, যে কিনা খুব ভীতু। রাজনীতি করতে সাহস লাগে। রাজনীতি করতে গেলে আপস, অপমান, গালিগালাজ এগুলো চলতে থওাকে। এতগুলো মানুষের বিরুদ্ধে যাওয়া, তাঁদের গালিগালাজ সামলানোর সাহস আমার নেই। ফলে আমি আমার জগৎ, পড়াশোনা, ছুটি এসব নিয়েই ভালো আছি।'