১৯৯৫ সালের ১৩ জানুয়ারি মুক্তি পেয়েছিল রাকেশ রোশন পরিচালিত ‘করণ-অর্জুন’। সিনেমাটির গল্প আপাত দৃষ্টিতে কাল্পনিক হলেও এই সিনেমাটিকে ভীষণ ভালোবাসা দিয়েছিল দর্শকরা। দর্শকদের সেই ভালোবাসা আরও একবার পাওয়ার জন্যই ২২ নভেম্বর সিনেমাটি ফের মুক্তি পেল সিনেমা হল🍌ে। ‘♓করণ-অর্জুন’ সিনেমার ৩০ বছর অতিক্রান্ত হওয়ার সুবাদে পুরনো স্মৃতি রোমন্থন করতে দেখা গেল পরিচালক রাকেশ রোশনকে।
‘করণ-অর্জুন’ পরিচালক রাকেশ রোশন বলেন, ‘ঋত্বিক তখনও বলিউডে আত্মপ্রকাশ করেনি। ‘করণ-অর্জুন’ সিনেমায় সহকারী পরিচাল🌜ক হিসেবে কাজ করেছিল ও। আমি চেয়েছিলাম ঋত্বিক আরও পড়াশোনা করতে বিদেশে যাক কিন্তু ও চেয়েꩲছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের কেরিয়ার গড়তে, তাই আমিও মানা করিনি।’
(আরও পড়ুন: ক্যামেরা🦩য় মালা পরিয়ে, পুরুত ডেকে মহরত সারা! নতুন সিজনের পথচলা শুরু CID-এর, এবার কি ফাঁস হবে দয়াকে গুলি করার কারণ?)
(আরও পড়ুন: রূপান্তরকামীদের নিয়ে বেফাঁস মন্তব্য, তারপরও হ্যারি পটার সিরিজের রাউল🍬ꦺিংয়ের উপস্থিতিকে সমর্থন HBO-এর!)
র🐽াকেশ বলেন, ‘ঋত্বিক যখন বলে বলিউডে ও নিজের কেরিয়ার শুরু🍃 করতে চাই তখন আমি ‘করণ-অর্জুন’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে ওকে কাজ করতে বলি। তবে ঋত্বিক কাজ করায় আমি একটু অস্বস্তিতে পড়ে গিয়েছিলাম।’
রাকেশ স্মৃতি রোমন্থন করে বলেন, ‘স্টুডিয়োয় আমরা একসঙ্গে খাবার খেলেও আমি শুটিং ফ্লোরে গাড়ি করে আসতাম আর ঋত্বিক আসত বাসে করে। ফেরার সময়ও ঠিক তাই। এমনকি শুটিং চলাকালীন চারಞজনের সঙ্গে শেয়ার করে একটি ঘরে থাকতে হয়েছিল ওকে, স্বাভাবিকভাবেই এটি আমার কাছে খুব অস্বস্তিকর একটি পরিবেশ তৈরি করেছিল। শুধু এই সিনেমায় নয়, আরও তিনটি সিনেমার জন্য ঠিক একই ভাবে যাওয়া আসা করতে হয়েছিল ঋত্বিককে।’
(আরও পড়ুন: 'এতদি🍌নের সম্পর্ক...' বিচ্ছেদ নিয়ে খুশি নন সায়রা-রহমান কেউই! তবুও কেন ডি♕ভোর্সের পথে এগোলেন ফাঁস করলেন আইনজীবী)
(আরও পড়ুন: বাল্মীকি সম্প্রদায়কে খাটো করার চেষ্টার অভিযোগ খারিজ! শিল্পার বিরুদ্ধে করা FIR ১১ বছর পর বাতিল র🧔াজস্থান হা🐠ইকোর্টের)
প্রসঙ্গত, ২০০০ সালে রাকেশ পরিচালিত ‘কহো না পেয়ার হে’ সিনেমায় প্রথম আত্মপ্রকাඣশ করেন ঋত্বিক। আমিশা প্যাটেলের বিপরীতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেতা। তারপর থেকে একের পর এক সিনেমায় অভিনয় করে আজ ঋত্বিক বলিউডের প্রথম সারির একজন অন্যতম অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।