করোনার সেকেন্ড ওয়েভে ক্রমশ খারাপ হচ্ছে ভারতের পরিস্থিতি। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিনোদন জগত, রাজনীতিবিদ, ক্রীড়া জগত, কেউই বাদ যাচ্ছে না করোনার প্রকোপ থেকে। তবে, রাখি সাওয়ান্ত জানালেন, তাঁর বা তাঁর পরিবার ভয় পান না করোনাকে। মুম্বইয়ের এক কফি শপের বাইরে বুধবারও দেখা মিলেছে তাঁর। পাপারাৎজিদের শেয়ার করা ভিডিয়োতে রাখিকে বলতে শোনা গিয়েছে, ভারতে এমনিতেই করোনার ভ্যাকসিন কম পড়ছে। তাই আমি আমার ভাগের ভ্যাকসিন তুলে দিতে চাই সেই মানুষগুলোর হাতে, যাদের সেটা প্রয়োজন। রাখির কথায়, ‘আমার করোনা হতে পারে না, আমার করোনা কোনওদিনই হবে না। কারণ, আমার মাথার ওপর যিশুর হাত রয়েছে। এই কারণে আমার ও আমার গোটা পরিবারের করোনা নিয়ে কোনও ভয় নেই।’ ‘বিগ গস ১৪’-র সহ-প্রতিযোগী নিকি তম্বোলিকে সমবেদনা জানিয়েছেন রাখি। কিছুদিন আগেই মাত্র ২৯ বছর বয়সে যক্ষা ও করোনার সংক্রমণে মারা গিয়েছেন তিনি। রাখি জানান, ‘‘বিগ বসের ঘরে প্রায়ই ভাইকে নিয়ে কথা বলত নিকি। ‘দাদা’-‘দাদা’ করে অনেক গল্প বলত!’’গত সপ্তাহে কঙ্গনা রানাওয়াতকে অক্সিজেন কিনতে ও আর্তদের মধ্যে বিলি করার পরামর্শ দিয়েছিলেন রাখি। বলেছিলেন, ‘কঙ্গনাজি আপনি তো কোটি টাকার মালিক। অক্সিজেন কিনুন আর তা সাধারণের মধ্যে বিলি করে দিন না, আমি তো তাই করছি।’‘বিগ গস ১৪’-র ফাইনালিস্ট ছিলেন রাখি। তবে, শেষ মুহূর্তে ১৪ লাখ টাকা নিয়ে শো ছেড়ে বেরিয়ে আসেন তিনি।