সামনেই লোকসভা ভোট। ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে ভোটের প্রচার কাজ। প্রতিবছর ভোটের আগে সেলিব্রিটিদের রাজনীতিতে নাম লেখানো এখন খুব সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। লোকসভা ভোটের আগে রাজনীতিতে যোগ দিলেন সিনে জগতের এ𝕴ক জনপ্রিয় ব্যক্তিত্ব। রাজনীতিতে নামলেন রামগোপাল বর্মা! বৃহস্পতিবার এমনই এক চাঞ্চল্যকর ঘোষণা করলেন পরিচালক। অন্ধ্রপ্রদেশের পিঠাপুরম💎 থেকে প্রার্থী হিসাবে দাঁড়াতে চলেছেন তিনি। এমনই ঘোষণা করেছেন সোশ্যাল মিডিয়া পোস্টে। তবে ঠিক কোন দল থেকে দাঁড়াবেন, সে ব্যপারে ধোঁয়াশা রেখেছেন রাম গোপাল।
আরও পড়ুন: অমিতাভের সামনে স্বয়ং অমিতাভ! কে আস♏ল, কে নকল ধরতে পারলেন নাকি আপনি
এই সিদ্ধান্ত একেবারেই ‘আ𓄧কস্মিক’ বলে ꦡনিজের এক্স প্রোফাইলে জানিয়েছেন রামগোপাল। অভিনেতা জানান যে, 'আকস্মিক সিদ্ধান্ত.. আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমি পিঠাপুরম থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি।'
আরও পড়ুন: ‘মাতা-পিতার🌱 অনুপস্থিতি আশীর্বাদ…’, পোস্ট🀅 সঞ্জয় কন্যা ত্রিশলার, বাবা-মেয়ের ঝামেলা?
পোস্টটি শেয়ার করার পরপরই তাঁকে অভিনন্দন জানান তাঁর ভক্তরা। তবে তাঁর কথা বিশ্বাস করেননি নেটিজেনদের বড় একটা একাংশ। তাই তাঁর র⛄াজনীতিতে প্রবেশ নিয়ে মন্তব্য বাক্সে একাধিক প্রশ্ন ভরিয়েছেন অনেকেই। কোন দলের হয়ে দাঁড়াতে পারেন, সে ব্যাপারেও চলছে জল্পনা কল্পনা।
আরও পড়ুন: পাপারাজ্জির হাতে এ কী রাখলেন বরুণ! ডেভিড-ꦯপুত্র এমন কাণ্ডও করছেন꧙ নাকি আজকাল
রামগোপাল বার্মা, ১৯৯০-এর দশকে সৃষ্টি করেছিলেন ‘শিবা’। এই ছবির মাধ্যমেই ব্যপক জনপ্রিয়তা পেয়েছেন পরিচালক হিসেবে। কলেজ জীবনের বাস্তবসম্মত চিত্রায়ন করতে পারায় প্র🐟চুর প্রশংসা কুড়িয়েছিলেন।
তাঁর পরিচালনার অপরাধ, থ্রিলার, হরর এবং ড্রামা ঘরনার একাধিক ছবি মুক্তি পেয়েছে। তাঁর কয়েকটি উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে সত্য (১৯৯৮), কোম্পানি (২০০২), সরকার (২০০৫), রঙ্গিলা 🧜(১৯৯৫), এবং ভূত (২০০৩)।
সাহসী এবং অপ্রচলিত গল্পের পাশাপাশি কৌতুকপূর্ণ এবং বাস্তববাদী দৃশ্যকল্প চিত্রিত করার𒊎 দক্ষতার জন্যও প্রশংসিত হয়েছেন এই পরিচালক। তবে মাঝেমধ্যেই নিজের বিতর্কিত মন্তব্যের জন🧸্যও আসেন সংবাদ শিরোনামে। এখন প্রশ্ন, সত্যিই কি ভোটে দাঁড়াচ্ছেন। না এসবই একটু পাবলিসিটি পেতে করা!