অনেকসময়ই আমরা দ্রুত বাড়ির ফেরার জন্য কিংবা গন্তব্যে পৌঁছনোর জন্য অ্যাপ ক্যাব কিংবা বাইকের সাহায্য নিয়ে থাকি। ঠিক সেভাবেই শ্যুটিং থেকে ফেরার পথে অ্যাপ বাইকের সাহায্য নিয়েছিলেন অভিনেত্রী তনুশ্রী 🦩সাহা। আর তাতেই ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন তিনি। নিজের সেই অভিজ্ঞতার কথায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধꦫরেছেন, সেই সঙ্গে কলকাতা পুলিশকেও ধন্যবাদ জানাতে ভোলেননি তনুশ্রী।
ঠিক কী ঘটেছে তনুশ্রীর সঙ্গে?
'Thank You Kolkata Police' ক্য়াপশানে অভিনেত্রী লেখেন, ‘শ্যুটিং থেকে ফেরার পথে আমি ইনড্রাইভার বাইক বুক করেছিলাম। শুরু থেকেই খুব খারাপ চালাচ্ছিল, দু'বার অ্যাক্সিডেন্ট হতে হতেও নিজেকে সামলেছি। তারপর ওনাকে সতর্ক করি, উনি গাড়ি দাঁড় করিয়ে আমায় গালাগাল গিয়ে বলেন, গাড়ি থেকে নাম। আমি না নামলে উনি আমায় ১ সেকেন্ডের জন্য মারতে আসেন। আমি নিজেকে প্রোটেক্ট করেছি। তবে অন্য জায়গায়, অন্য মেয়ে বা মহিলা থাকলে খুনও হয়ে যেতে পারত আজ। আমি ওনার হিংস্র রূপ দেখেছি। ছেলেটির খুব বেশি হলে ২৮-২৯ বছর বয়স হবে। আমি ওর বাইক আটকে রেখে কলকাতা পুলিশকে ফোন করি। ৩০ মিনিটের মধ্য ঘটনাস্থলে পৌঁছে ক🐽লকাতা পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।’
আরও পড়ুন-খ্রিস্ট সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত! স🧜ইফ 'বেগম' করিনার কাছে পৌঁছল আদালতের চি🐎ঠি, কী ঘটেছে?
আরও পড়ুন-সেসময় বিপাশাকে তাঁর কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন জন! এতদꦍিনে মুখ খুললেন দিনো মোরিয়া
তনুশ্রী আরও লিখেছেন, ‘আমার বাড়ি থেকে ,স্টুডিওর দূরত্ব ২৮ কিলোমিটার। কলকাতা পুলিশ আছে বলেই আমি রোজ রাতে একা, মাঝরাতে ট্রাভেল করার সাহসটা পাই। Th༺ank You So Much।’