বলিউডে🅷র প্রথম সারির হিরোদের তাল♔িকায় নাম আসে রণবীর কাপুরের। কাপুর নন্দন বরাবরই অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন দর্শকদের সামনে। ২০০৭ সালে সাওয়ারিয়া থেকে একের পর এক হিট দিয়ে চলেছেন। শেষ ছবি ব্রহ্মাস্ত্রও সাফল্য পেয়েছে বক্স অফিসে। আপাতত মুক্তির অপেক্ষায় বক্স অফিসে। কিন্তু লেখাপড়ায় কেমন ছিলেন রণবীর কাপুর?
ঋষি-পুত্র নিজেই ফাঁস করছিলেন নিজের ব্যাপারে 🐠কিছু গোপন তথ্য। জানিয়েছিলেন কাপুর পরিবার থেকে তিনিই নাকি প্রথম যিনি মাধ্যমিকের গণ্ডি পেরোন। পড়াশোনায় মোটেই ভালো ছিলেন না। খুব সাধারণ স্টুডেন্টই ♚ছিলেন।
বছরখানেক আগে๊, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ডলি ওরফে ‘রাজু কি মাম্মি’-র প্রশ্নের উত্তরে রণবীর বলেছিলেন, ‘ক্লাস টেনের বোর্ডের পরীক্ষায় ৫৩.৪% পেয়েছিলাম। রেজাল্ট দেখে আমার পরিবার তো খুব খুশি। আমার জন্য বিরাট একটা পার্টি রেখেছিল। আসলে আমাদের পরিবার থেকে আমিই প্রথম ছেলে যে ক্লাস টেনের পরীক্ষায় পাশ করি।’ রণবীর জানিয়েছিলেন তিনি ক্লাস টেনের পর কমার্স নি🍸য়ে পড়াশোনা করে, বিষয় ছিল অ্যাকাউন্টেন্সি।
রণবীর বরাবরই এসব নিয়ে ঠোঁট কাটা। এর আগে পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছিল, আমার বাবা (ঋষি কাপুর) এইট পাশ, আমার কাকা (রণধীর কাপুর) নাইন পাশ, আমরা ঠাকুরদা (রাজ কাপুর) ক্লাস স🃏িক্স অবধি পড়াশোনা করেছেন।
২০২২ সালের এপ্রিল মাসে রণবীর কাপুর বিয়ে করেন আলিয়া ভাটকে। বরকে জন্মদিনে আদুরে শুভেচ্ছা জানালেন আলিয়া। ইনস্টায় একগুচ্ছ ছবি শেয়ার করে লিখলেন, ‘আমার ভালোবাসা… আমার প্রিয় বন্ধু… আমার সবচেয়ে প্রিয় জায়গা… তুমি তোমার গোপন অ্যাকাউন্ট থেকে আমারই পাশে বসে আমার লেখা বার্তাই পড়ছ। আমি তোমাকে বলতে চাই… হ্যাপি𓆉 বার্থ ডে বেবি। তু𝐆মিই সব কিছু ম্যাজিক্যাল করেছো।’
আপাতত চর্চায় আছেন র👍༒ণবীর-আলিয়া তাঁদের ‘রামায়ণ’ নিয়েও। আদিপুরুষ-খ্যাত নীতিশ তিওয়ারি এবার রামায়ণবানাতে চলেছেন। সেখানে রামের ভূমিকায় রণবীর কাপুর, সীতার ভূমিকায় আলিয়া ভাট এবং রাবণের ভূমিকায় ‘কেজিএফ’ খ্যাত দক্ষিণী অভিনেতা যশ থাকবেন বলে শোনা গিয়েছিল। জুলাইয়ের শেষে এই ছবির লুক টেস্ট হয়ে যায় বলেও রটে যায়। কিন্তু এখন জানা যাচ্ছে, রণবীর রাম হলেও, আলিয়া নাকি সীতা হচ্ছেন না। ডেটের সমস্যার কারণে রাহার মা নাকি এই ছবিতে ‘হ্যাঁ’ করতে পারেননি। যদিও সবটাই গুঞ্জন। এখনও অফিসিয়াল ঘোষণা কিছুই হয়নি।