২০১৯ সালের ২৬শে ফেব্রুয়ারি পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে অবস্থিত জঙ্গি প্রশিক্ষণ শিবিরে আকাশপথে হামলা চালিয়েছিল ভারত সেনা। উরি, পুলওয়ামা হামলার পর পাকিস্তানকে ‘অওকাত’ দেখিয়ে দেন ইন্ডিয়ান আর্মি। সেই ঘটনার পর কেটেছে চার বছর। বালাকোট এয়ার স্ট্রাইকের বর্ষপূর্তির দি🍒ন সামনে এল 'রণনীতি: বালাকোট অ্যান্ড বিয়ন্ড'-এর ঝলক।
সন্তোষ সিং পরিচালিত এই সিরিজে লিড রোলে অভিনয় করছেন জিমি শেরগিল, লারা দত্ত। দꦅেখা মিলবে আশুতোষ রানা, আ🧜শিস বিদ্যার্থী, প্রসন্নসহ আরও অনেকের।
লারা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সিরিজের রোমহর্ষক টিজার শেয়ার করেছেন। টিজারের শুরুতেই ভেসে উঠে পুলওয়ামা হামলা🎉র তারিখ। ২০১৯ সালের ১৪ই ফেব্রুয়ারি গোটা বিশ্ব যখন প্রেম দিবস উদযাপনে মজে, পুলওয়ামা হামলায় শহীদ হন সিআরপিএফের ৭৬তম ব্যাটালিয়নের ৪০ জন জওয়ান। হামলা চালিয়েছিল জইশ-ই-মহম্মদ। তার ১২ দিন পর পাক অধিকৃত কাশ্মীর থেকে জঙ্গি ঘাঁটি উচ্ছেদ করতে মরিয়া ভারত পালটা এয়ার স্ট্রাইক চালায়। নেপথ্য কন্ঠে শোনা যায়, ‘তারিখ বদলায়, ইতিহাস তৈরি হয়। কিন্তু কিছু তারিখ ইতিহাস তৈরি করে দেয়’।
টღিজারে জিমি শেরগিলকে বলতে শোনা গেল, ‘এই এত জোরে আঘাত করব যে চোট লাগবে এবং আর সেই চোটের চিহ্নও দেখা যাবে’। টিজার শেয়ার করে লারা লিখেছেন, ‘২৬ ফেব্রুয়ারি ২০১৯ ইতিহাসে চিরকাল অমলিন হয়ে থাকবে। যেদিন বালাকোট এয়ারস্ট্রাইকের সফল প্রতিশোধ নেওয়ার পর প্রত্যেক ভারতবাসীর হৃদয় গর্বে ফুলে উঠেছিল। আমাদের নায়কদের স্যালুট জানাচ্ছি’।
জিমির জানান, ‘পাঁচ বছর আগে ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আমাদের সাহসী জওয়ানরা কর্তব্য পালন করতে গিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিলেন। যদিও আমরা আমাদের শহীদদের আত্মত্যাগ কখনই ভুলব না, আমরা যখন প্রথমবারের মতো আমাদের দেশকে লড়াই করতে দেখলাম তখন আমরা গর্বিত হওয়া থামাতে পারিনি! বালাকো♒ট এয়ারস্ট্রাইক, আমাদের দেশ এবং সশস্ত্র বাহিনীর দৃঢ়তা এবং সাহসের একটি কঠোর বার্তা। ভারত দৃঢ় অবস্থান নিয়েছিল এবং এই তারিখটি জাতির হৃদয়ে চিরকাল গেঁথে থাকবে – ভারতবাসী কখনই ভুলবে না। এই সিরিজের অংশ হতে পেরে জওয়ানদের প্রতি আমার ꦉশ্রদ্ধা আরও বেড়েছে কারণ আমি আমাদের দেশের ইতিহাসে একটি স্মরণীয় মুহূর্তের পর্দায় হলেও অংশ হতে পেরেছি।'
এক বিবৃতিতে লারা বলেন, ‘পাঁচ বছর আগে পুলওয়ামার শহিদরা চূড়ান্ত আত্মত্যাগ করেছিলেন, তবে বালাকোট এয়ার স্ট্রাইক আমাদের জাতীয় গর্বে ভরিয়ে দিয়েছে। এই ঐতিহাসিক প্রতিরক্ষা অভিযানের বার্ষিকীতে, এই গোপন উঁকির লক্ষ্য ইউনিফর্ম সহ বা ইউনিফর্ম ছ♑াড়াই প্রত্যেক সৈনিককে সম্মান জানানো, যারা আমাদের দেশের প্রতিরক্ষার আখ্যানকে নতুন রূপ দিয়েছে’।
হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন এবং অনিল কাপুর অভিনীত সিদ্ধার্থ আনন্দের সাম্প্রতিক এরিয়াল অ্যাকশন এন্ꦿটারটেইনার ফাইটারও একই ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। রণণীতি: বালাকোট অ্যান্ড বিয়ন্ড শীঘ্রই জিও সিনেমায় মুক্তি পাবে।