সোহিনী সরকার বরাবরই ট্রোলিংকে পাত্তা দেন না। সাহসী ফটোশ্যুটেও সাবলীল তিনি। এবার তো বোল্ডনেসে সীমা ছাড়িয়েছেন সুন্দরী। কেবল ফুলের মালায় স্তনযুগল ঢেকে ক্যামেরার সামনে একের পর এক পোজ দিলেন ‘ব্যোমকেশ’-এর সত্যবতী। উর্ধাঙ্গে নেই সুতোর লেশমাত্র। আরও পড়ুন-সোহিনীর জীবনে এখন🅘 সবই শোভন! প্রাক্তন রণজয়ের জন্মদিন ভুললেন নায়িকা🔥?
সোহিনীর এই ফটোশ্যুট নিয়ে চর্চার শেষ নেই। সোশ্যাল মিডিয়ায় সোহিনীর পুরোর আগুনে ছ্যাঁকা খেয়েছে হাজারো পুরুষ হৃদয়। সেই আগুনে পুড়লেন তাঁর🐻 প্রাক্তন প্রেমিকও! হ্যাঁ, সোহিনীর এই ফটোশ্যুট নজর এড়ায়নি রণজয় বিষ্ণুর। এক আলাপচারিতার ফাঁকে টিভি নাইন বাংলাকে তিনি এই ফটোশ্যুট নিয়ে জানান, ‘দারুণ সুন্দর দেখতে লাগছে সোহিনীকে।’
গত শুক্রবার ছিল রণজয়ের জন্মদিন। এই বিশেষ দিনে প্রাক্তনের তরফে শুভেচ্ছা বার্তা আসেনি, জানিয়েছেন রণজয়। সঙ্গে যোগ করেছেন সোহিনীর তরফে বার্থ ডে উইশ চান না তিনি। কারণ প্রাক্তন বন্ধু হয়, এই ধারণায় বিশ্বাসী নন রণজয় বিষ্ণু। কোন গোপনে মন ভেসেছে তারকার কথায়, ‘প্রাক্তনের সঙ্গে একসময় যে ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছি, পরে তাঁকেই𓃲 বন্ধু হিসাবে দেখব, এতটা উদার আমি নই। আমার কাছে এগুলো অযৌক্তিক মনে হয়’।
তবে ভবিষ্যতে সোহিনীর সঙ্গে দেখা হলে কথা বললেন না এমনটাও নয়। রণজয়ের কথায়, ‘আজ যখন সম্পর্কটা নেই, ওকে খারাপ কথা বলে অসম্মান করব না। সেই রুচির মানুষ আবার আমি নই। আমি ওর ভালো চাই। ওর সঙ্গে কথা হয় না আর আমার। কিন্তু দেখা💞 হলে নিশ্চয়ই কথা বলব। ভবিষ্যতে আমাদের কী ধরনের রসায়ন হবে, জানিও না।’ নিজেকে সোহিনীর শুভাকাঙ্খী দাবি করে ট্রোলারদের উদ্দেশ্য কড়া বার্তা তাঁর, বললেন- ‘নোংরামি বন্ধ করুন’।
সোহিনীর জীবনে এখন সবই শোভন! রণজয়ের সঙ্গে প্রেম ভাঙার পর গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে নায়িকার। এই প্রেমের কাহিনি এখন টলিপাড়ার ওপেন সিক্রেট। রণজয়ের কাছেও অজানা নয় সবটাই। তিনি বলেছেন, 'মন থেকে চাই, শোভনের সঙ্গꦕে ভালো থাকুক’।
গত মাসেই শোভনের সঙ্গে বিদেশে ঘুরতে গিয়েছিলেন সোহিনী। তারপর দুজনের বাগদানের চর্চা মাথাচাড়া দেয়। সেই জল্পনা উড়িয়ে নায়িকা জানিয়েছেন, ‘আমার অনামিকার কোনও আংটি দেখা যাচ্ছে না তো! আসলে হঠাৎ এটা রটে যাওয়ার পর আমার মা ফোন করে জানতে চায়, সত্যিটা কী।’ শোভনের সঙ্গে ক🦩ি বিয়ের পরিকল্পনা নেই সোহিনীর? বললেন- 'আমি ঈশ্বরে বিশ্বাসী। নিশ্চয়ই ভাল কিছু হবে। আসলে আমরা ভাবি যে, আমরা একা একাই সব করছি। কিন্তু, ঈশ্বরের পরিকল্পনা করাই থাকে আমাদের জন্য। আমরা শুধু বাস্তবায়ন করি।’