MUMBAI : শনিবার স্ত্রী দীপিকা পাড়ুকোনকে জেরা করার সময় মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) দফতরে উপস্থ෴িত থাকার জন্য আবেদন জানালেন অভিনেতা রণবীর সিং। দীপিকা যে উদ্বেগজনিত সংস্যায় ভোগেন, সে কথাও উল্লেখ করেছেন🧸 তাঁর স্বামী।
এনসিবি-র তলবে বৃহস্পতিবার রণবীরের সঙ্গে গোয়া থেকে মুম্বই ফিরেছেন দীপিকা। পরিচালক শকুন বাত্রার নতুন ছবির জন্য অনন্যা পান্ডে ওꦅ সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে সেখানে শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন নায়িকা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় বলিউডে মাদকচক্রের তদন্তে অভিনেত্রী সারা আলি খান ও রকুল প্রীতি সিংয়ের সঙ্গে দীপিকা পাড়ুকোনকে জেরা করার সিদ্ধান্ত নিয়েছে এনসিবি।
রিপাবলিক টিভি চ্যানেল সূত্রে খবর, ইতিমধ্যে এনসিবি-র কাছে দীཧপিকার জেরার সময় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়ে আবেদন জানিয়েছেন রণবীর সিং। আবেদনে তিনি জানিয়েছেন, দীপিকা প্রায়ই অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের শিকার হন। সেই কারণেই জেরার সময় তাঁর সঙ্গে উপস্থিত থাকতে চান তিনি। তবে জেরার জায়গায় যে তিনি থাকার অনুমতি পাবেন না, তা স্বীকার করে রণবীর অন্তত এনসিবি-র দফতরে উপস্থিত থাকার আর্জি জানিয়েছেন।
সুশান্ত সিং রাজপুত মৃত্যু তদন্তে নেমে বলিউডে বিশাল মাদক চক্রের হদিশ পেতে একাধিক অভিনেতা ও সিনেমা জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিকে জেরা করার সিদ্ধান্ত ꦛনিয়েছে এনসিবি। সংস্থার কর্তারা জানিয়েছেন, এর আগেও সমনে সাড়া দিয়েছেন বছর চৌঁত্রিশের দীপিকা।
শুক্রবার এনসিবি-র জেরায় উপস্থিত হয়েছেন রকুল প্রীত সিং ও দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশমা প্রকাশ। তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাটে মাদক নিয়ে আলোচনায় জনৈক ‘ডি’-এর নাম প্রায়ই দেখা গিয়েছে। এই ব্যক্তির আসল পরিচয় জানতে অনুসন্ধান শুরু কর꧙েছে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো, জানিয়েছে সূত্র।