হার কে জিতনে ওয়ালো কো বাজিগর কেহতে হ্যায়! খোদ শাহরুখ খান এটা আমাদের শিখিয়েছেন। আর সেখ🍃ানে তাঁদের দল এটা মানবে না হয়! একটা সময় গিয়ে যখন সবাই ধরে নিয়েছেন গতকালের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স আর জিতবে না তখন ম্যাজিকটা ঘটল। অনবদ্য একটি অভার খেললেন রিঙ্কু সিং। পরপর পাঁচ বলে পাঁচটা ছয় মেরে জিতিয়ে দিলেন নিজের দলকে। সাধারণ মানুষ তো বটেই, বলি তারকারা তাঁর প্রশংস🌺ায় ভেসে গিয়েছেন।
৯ এপ্রিল গܫুজরাট টাইটানস এর বিরুদ্ধে খেলা ছিল কলকাতা নাইট রাইডার্সের। আইপিএলের এই ম্যাচে এক অনবদ্য সন্ধ্যার সাক্ষীꦛ থাকল গোটা দেশ।
রণবীর সিং এদিন টুইটারে নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন রিঙ্কুকে নিয়ে। তিনি তাঁর পোস্টে লেখেন, 'রিঙ্কু! রিঙ্কু! রিঙ্কু! রিঙ্কু! এটা কী ছিল? আইপিএল অন স্টার, জিটি ভার্সেস কেকেআর, রিঙ্কু সিং, স্টার স্পোর্টস ইন্ডিয়া।' অভিনেতার এই পোস্টে তাঁর অনেক ভক্তরাই তাঁকে সমর্থন করেছেন। জানিয়েছেন তাঁরাও 𒅌এই দুর্ধর্ষ ওভার দেখে রিঙ্কুর খেলায় মুগ্ধ হয়েছেন। এক ব্যক্তি তাঁর পোস্টে লেখেন, ' এটা গোটা স্পোর্টসের অন্যতম সেরা ইভেন্ট হয়ে থাকল। কেবল ক্রিকেট নয়, সমস্ত স্পোর্টসের ক্ষেত্রেই। অবিশ্বাস্য।' আরেকজন গানের লিরিক্স নকল করে লেখেন, 'পল পল রান মারে রিঙ্কু জিয়া।'
আরিয়ান খানও মুগ্ধ হয়েছেন কেকেআরের হয়ে রিঙ্কুর এই খেলায়। তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে রিঙ্কুর ছবি পোস্ট করে লেখেন, 'বিস্ট'। অন্যদিকে তাঁর বোন সুহানা গোটা ঘটনার ✅সাক্ষী থেকে লেখেন, 'অবিশ্বাস্য।'
অর্জুন𒆙 রামপালও মুগ্ধ হয়েছেন রিঙ্কুর খেলায়। তিনি ত👍বে পোস্টে লেখেন, 'হে ঈশ্বর! রিঙ্কু সিং ৫টা ছয় পরপর! কী ব্যাপক চেজ করল। এর আগে কখনও এমন কিছু দেখিনি। অনেক শুভেচ্ছা কেকেআর। আইপিএল।'
এদিনের খেলায় শেষ ওভারে ২৯ রানের প্রয়োজন ছিল। আর তখনই একটা এক, আর পাঁচটা ছয় মেরে এক ওভারে খেলা ঘুরিয়ে ম্যাচ জিতিয়ে দেন রিঙ্কু। তিনি যে এদি𓆏ন নাইটদের জয়ের কারিগর সেটা আর বলার অ𝓀পেক্ষা রাখে না।
প্রসঙ্গত ৮৩ ছবিতে রণবীর সিং নিজে এক ক্রিকেটারের চরিত্রে অভিনয় করেন। এই বছর ভারতীয় দল প্রথম বিশ্বকাপ জিতেছিল। তিনি এই ছবিতে কপিল দেবের চরিত্রে ধরা দেন তা♔ঁর স্ত্রী দীপিকার সঙ্গে। তিনি রোমি দেবের চরিত্রে অভিনয় করেন। কবীর খান এই ছবির পরিচালনা করেছিলেন। আগামীতে রকি অর রানি কী প্রেম কাহানি ছবিতে রণবীরকে দেখা যেতে চলেছে। করণ জোহরের এই ছবিতে আলিয়া ভাট, ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমিকেও দেখা যাবে।