কলকাতায় চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। প্রতিবাদে সরব হয়েছেন রাজ্যবাসী। ত൩বে এই ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদের আগুন শুধু আর রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, আগুন রাজ্যের আঙিনা ছাড়িয়ে পৌঁছেছে দে🌸শের বিভিন্ন প্রান্তেও। এমনকি বিদেশের মাটিতে দাঁড়িয়েও এমন জঘন্য ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন প্রবাসীরা।
১৪ অগস্ট, বুধবার যেমন কলকাতায় রাত দখল করেছিলেন এরাজ্যের মহিলারা, ঠিক তেমনই নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে রাত জাগলেন প্রবাসী ভারতীয়রা। টাইমস স্কোয়ারে দাঁড়িয়ে থাকা পুরুষ ও নারীদের মধ্যে কারোর হাতে ধরা ছিল All eyes ON RG Kar Poster, কারোর হাতে আবার 'We Want Justice, আমরা আরজি করের সঙ্গে আছি' পোস্টার। কেউ লিখেছেন Shame (লজ্জা), বাকি কমবেশি সকলের হাতেই ছিল মেয়েদের রাত দখলের পোস্টার । আর এভাবেই প্রতিবাদে সরব হলেন প্রবাসী বাঙালিরা। লেন্সবন্দি সেই মুহূর্তট🦋ি উঠে এসেছে দিব্যেন্দু দাস নামে এক নেটিজেনের X (পূর্বের টুইটার) হ্যান্ডেলে।
এদিকে এরাজ্যেও রাজনৈতিক রঙে ভুলে আরজি করের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এরাজ্য়ের মহিলারা। ১৪ অগস্ট রাতে সাধারণ মহিলাদের সঙ্গে পথে নেমেছিলেন টলিউডের সেলেবরা😼ও। শুভশ্রী, পার্নো, সোহিনী, মিমি, শ্রীলেখা, সৌরসেনী সহ টলিপাড়ার অধিকাংশ মহিলা অভিনেত্রীকেই ওইদিন প্রতিবাদে পথে নামতে দেখা গিয়েছে। এমনকি আরজি করের ঘটনায় প্রতিবাদের সুর চড়িয়েছে বলিপাড়াও।
ঘটনায় বুদ্ধিজীবী মহলের তরফে অভিনেতা নাট্যকার কৌশিক সেন প্রশ্ন তুলেছেন, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সরকার কি তবে কোনও কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন? এমনকি আরজি করের ঘটনায় পথে নেমেছেন অপর্ণা সেনরা। আবার আরও একটু চাঁচꦑাছোলা ভাষায় মুখ্যমন্ত্রীর জন্য একাধিক প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন শ্রীলেখা মিত্র। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তাঁর বার্তা, 'সবাইকে আপনি কিনতে পারেননি। আর তাঁদের মধ্যে একজন শ꧙্রীলেখা মিত্র। সরি।'