সুশান্তের মৃত্যু মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী আজই সিবিআইয়ের জেরার মুখে পড়তে পারেন। এই খবর শোনা যাচ্ছে রবিবার রাত থেকেই। এর মাঝে রিয়ার আইনজীবী সতীꦓশ মানেসিন্ধে সংবাদমাধ্যমকে জানালেন রিয়া কিংবা তাঁর পরিবারের কোনও সদস্যই এখনও কোনও সমন হাতে পাননি। রিয়া, তাঁর বাবা ইন্দ্রজিত্ চক্রবর্তীকে সমন পাঠানোর খবর এর আগে সামনে এসেছে বেশ কিছু সংবাদমাধ্যমে। সতীশ মানেসিন্ধে সংবাদ সংস্থ এএনআইকে জানান, ‘রিয়া চক্রবর্তী অথবা তাঁর পরিবারের কেউ কোনও সমন পাননি কেন্দ্রীয় তদ🧜ন্তকারী সংস্থার থেকে, এখনও পর্যন্ত। যদি ওঁনাদের সমন পাঠানো হয়, তাঁরা হাজির হবেন এজেন্সির সামনে’।
সোমবারও ইতিমধ্যেই DRDO গেস্ট হাউজে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে সিদ্ধার্থ পিঠানি এবং নীরজকে। জানা যাচ্ছে অপর দুটি গাড়িতে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে আরꦏও দুজনকে। কিন্তু তাঁদের পরিচিতি সম্পর্কে এখন সংবাদমাধ্যমের কাছে কোনও তথ্য নেই। এই গোটা মামলায় একেবারেই স্পিকটি নট সিবিআই। রিয়🐎াকে সমন পাঠানোর ব্যাপারে সংবাদমাধ্যমের প্রশ্নের কোনও জবাব দিচ্ছে না সিবিআই।