জনপ্রিয় ধারাবাহিক ‘বউ কথা কও’-তে বাবা-মেয়ের ভূমিকায় অভিনয় করে🌳ছিলেন সম্রাট মুখোপাধ্যায় এবং ঋত্বিকা সেন। সেসময় বেশ জনไপ্রিয় হয়েছিল সেটি। সাগর সেনের মেয়ে মিলির চরিত্রে নজর কেড়েছিল ঋত্বিকা। তারপর বেশ কিছু ধারাবাহিক ও সিনেমায় কাজ করেছিলেন ঋত্বিকা। তবে, গত সপ্তাহে যখন সম্রাট নিজেই ফেসবুকে জানিয়েছিলেন ঋত্বিকার সঙ্গে জুটি বাঁধার কথা, তখন চমকে উঠেছিল সকলে। মেয়ে থেকে সোজা স্ত্রী!
ঋত্বিকার সঙ্গে একাধিক ছবি দিয়ে ‘সাগর’ লিখেছিলেন, ‘ঋত্বিকার সঙ্গে স্বামী-স্ত্রীর অভিনয় করতে পেরে খুব ভালো লেগেছে। আবার বেশ মজাও লেগেছে।’ কিন্তু ঋত্বিকার কেমন লেগেছে। রিꦏল লাইফের ‘বাবা’কে আবার রিল লাইফেই ‘বর’ হিসেবে পেয়ে?
আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋত্বিকা বললেন, প্রস্তাবটা পেয়ে তিনি প্রথমে চমকে গিয়েছিলেন। তাঁর মনে হয়েছিল দর্শক সাগর-মিলিকে একইভাবে মনে রেখেছে। পরে মনে হয়, অভিনেতাদের কাজই তো সব চরিত্রে♐র সঙ্গে মানিয়ে নেওয়া। এমনকি অভিনেতা যিশু সেনগুপ্তের সঙ্গেও একই অভিজ্ঞতা হয়েছে তাঁর। ২০০৭ সালে ‘বর আসবে এখুনি’ ছবিতে যিশুর সঙ্গে অভিনয় করেছিলেন ৭ বছর বয়সে। আর তারপর ‘আরশিনগর’-এ সেই যিশুর সঙ্গেই রোম্যান্স করেছে🐬ন।
১২ বছর পর আবার স্ত্রিন শেয়ার করার অভিজ্ঞতা কেমন সম্রাটের সঙ্গে। ঋত্বিকা জানান, ‘রোম্যান্টিক দৃশ্যে মনে হত সম্রাটদা আমার অভিব্যক্তি দ🍌েখে কী ভাবছে! মনে হচ্ছিল সামনে বাবা দাঁড়িয়ে আছে। বেশ লজ্জাই লাগছিল। সেটা বারবার সম্রাটদাকে বলছিলাম।’
তবে, বাবা-মেয়ে থেকে সোজা স্বামী-স্ত্রী, এই হঠাৎ পরিবর্তন নিয়ে সমালোচনা কম হয়নি। অনেকেই মনে করেছেন, এটা বড় বেশি হয়ে গেল। ৫০-র নায়ক আর ২০-র নায়িকার রোম্যান্য় আলাদা। কিন্তু যে ধারাবাহিক এখনও মানুষের মনে গ🃏েঁথে আছে, সাগর সেনের সঙ্গে মিলির বাবা-মেয়ের সম্পর্ক মনে রয়েছে, সেখানে এটা ভালো মনে মেনে নেওয়া খুব শক্ত!