ক্রিসমাসে নতুন রূপে 'কাবুলিওয়ালা' উপহার দিয়েছেন পরিচালক সুমন ঘোষ। 'কাবুলিওয়ালা' রহমতকে সাদা-কালোর দুনিඣয়া থেকে বের করে রঙিন করে সামনে এনꦦেছেন পরিচালক। আর এবার তাঁর 'কাবুলিওয়ালা' মিঠুন চক্রবর্তী। কাবুলিওয়ালা দেখে ফেলেছেন 'টলি কুইন' ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর কেমন লেগেছে ‘কাবুলিওয়ালা’?
ঋতুপর্ণা 'কাবুলিওয়ালা' দেখে বেরিয়ে এসে বলেন, ‘কাবুলিওয়ালার মধ্যে যে আবেগ, ভালোবাসা জড়িয়ে আছে, তা অনবদ্য। যে কোনও ভাষায় কাবুলিওয়ালা তৈরি হলে তা দর্শকদের ভালো লাগবে।’ 'কাবুলিওয়ালা' মিঠুনকে নিয়ে ঋতুপর্ণা বলেন, ‘বাংলার সুপারস্টার মিঠুন চক্রবর্তীর কেরিয়ারে কাবুলিওয়ালা অন্যতম শ্রেষ্ঠ অভিন𝕴য়। উনি সকলের প্রিয় একজন অভিনেতা। আর মিনির চরিত্রে অনুমেঘার পারফরম্যান্স দুর্দান্ত। এত সাবলীল অভিনয়, দর্শক বড় পর্দায় চেটেপুটে উপভোগ করেছে। ছোট্ট মিনি ছোটদের কাছেও দারুণ একটা আকর্ষণ।’
ঋতুপর্ণা সেনগুপ্ত মনে করেন, কাবুলিওয়ালা যতবার, যতরকম ভাষায় তৈরি হবে, ততবারই জনপ্রিয় হবে। প্রসঙ্গত, মুক্তির পর মাত্র ৪ দিনে ১ কোটির ব্যবসা করেছে পরিচালক সুমন ঘোষের 'কাবুলিওয়ালা'। ২৯ ডিসেম্বর প্যান ইন্ডিয়াতেও মুক্তি পেয়েছে 'কাবুলিওয়ালা'ꦉ। এককথায় বলা যায় মিঠুন চক্রবর্তীর 'কাবুলিওয়ালা' সুপার হি𒈔ট।
'কাবুলিওয়ালা'তে ইন্দ্রদীপ দাশগুপ্তর সুরে গান গেয়েছেন অরিজিৎ সিং। অরিজিতের গাওয়া 'ভাবো যদি' গানটি মুক্তির পরই দর্শকদের মন ছুঁয়েছে। গানের কথা লিখেছেন অনির্বাণ ভট্টাচার্য। এছাড়াও ছবির একদম শুরুতেই আছে অনির্বাণ ভট্টাচার্যের গাওয়া ‘ও হে কাবুল মা🧸নুষ’ গানটি, এই গানটিও বহু দর্শকদের মন ছুঁয়েছে। একইভাবে ভালো লেগেছে ‘খুশি কী ইদ’ গানটি।
প্র༒সঙ্গত, 'কাবুলিওয়ালা'💖তে মিনির বাবা-মায়ের চরিত্রে দেখা গিয়েছে অভিনেতা আবির চট্টোপাধ্যায় ও সোহিনী সরকারকে। এছাড়াও রয়েছেন গুলশানারা খাতুন, কাঞ্চন মল্লিক, সহ অন্যান্যরা।