সম্প্রতি উদ্বোধন হল নতুন সংসদ ভবনের। সেটা নিয়ে দেশে নানা রকমের চর্চা চলছে। কেউ প্রশংসা করছেন, কেউ বা কটাক্ষ। বহু তারকা ইতিমধ্যেই তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন এই নতুন সংসদ ভবন নিয়ে। তবে এদিন আরও একটি জিনিস ঘটে। ন্যায় এবং স্বাধীনতার প্রতীক হিসেবে সেঙ্গল তথা রাজদণ্ড নরেন্দ্র মোদীর হাতে তুলে দেন মাদুরাই অধিনাম। তিনি তিরুভাভাদুথুরাই মঠের প্রধান। একদিকে যখন নতুন সংসদ ভবনের উদ্বোধন হয়, তখন আরেকদিকে দিল্লির রাজপথে হেনস্থার শিকার হন দেশ𝓡ের পদকজয়ী মহিলা কুস্তিগিররা। 𝔍এবার সেটা নিয়ে নতুন পোস্ট করলেন ঋত্বিক চক্রবর্তী।
ঋত্বিক প্রথমে এদিন 🅺কারও নাম না করে বা কোনও ছবি পোস্ট না করে কেবল একটি লাইন সোশ্যাল মিডিয়ায় লেখেন। যদিও কারও বুঝতে বাকি ছিল না সেই পোস্ট কাকে নিয়ে বা কার উদ্দেশ্যে আর কেন। তিনি এদিন লেখেন, 'ক্ষণিকের রাজদণ্ড দেখা দিল অপোগন্ড রূপে।' যে ন্যায় বিচার দেওয়ার জন্য এই সেঙ্গল প্রধানমন্ত্রীকে দেওয়া হল সেটা মিলল কোথায়? সেদিনই তো চরম হেনস্থার মুখে🔜 পড়তে হল দেশের মহিলা কুস্তিগিরদের।
অভিনেতার এই পোস্টে অনেকেই তাঁকে সমর্থন করেছেন। কেউ কেউ আবার মশক𝓡রা করে বলেছেন 'পাকিস্তানের টিকিট পেলে বলো একসঙ্গে যাব।' কেউ কেউ আবার তাঁকে কটাক্ষ করতেও ছাড়েন না। এক ব্যক্তি লেখেন, 'আমাদের রাজ্য নিয়ে কথা বলুন না। কাজ নাহয় যাবে তাতে কি? আপনি তো খেটে খান নাকি চেটে?' উত্তরে অভিনেতা তাঁকে খোঁচা দিয়ে বলেন, 'আমার মনে হয় আমি সব কিছু নিয়েই কথা বলি ভাই, আপনার আইটি সেলের দোকান বোধহয় রোজ রোজ খোলে না, তাই জানেন না। আপনি খুঁটে খান নাকি ঘুঁটে?'
তবে কেবল এই পোস্ট না সোমবার অভিনেতা মহিলা কুস্তিগিরদের হেনস্থার একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায়ꦉ শেয়ার করে লেখেন, 'অপমান হতে হবে তাহাদের সবার সমান।' এখানেও দুই রকমের কমেন্ট দেখা যায়। কেউ কেউ যেমন শিহরিত হয়ে গোটা ঘটনার বিরোধিতা করেছেন অভিনেতার মতোই, কেউ কেউ আবার উল্টো প্রশ্নও তুলেছেন।
প্রসঙ্গত আগা♔মীতে মুক্তি পাবে ‘পাহারগঞ্জ হল্ট’। তাঁকে এই ছবিতে পাওলি দামের সঙ্গে দেখা যাবে। এছাড়া আসছে ‘একটু সরে বসুন’ ছবিটিও। সেখানে তাঁর সঙ্গে থাকবেন ইশা সাহা, পাওলি দাম, প্রমুখ।