সদ্যই মুক্তি পেয়েছে রোহিত শেট্টি পরিচালিত ছবি সিংঘম এগেন। বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করেছে এই ছবিটি। তবে এখন কিছুটা শ্লথ হয়েছে সেই গতি। এরই মাঝে তরুণ প্🅷রজন্মের অভিনেতাদের নিয়ে মুখ খুললেন পরিচালক। শাহরুখ খান থেকে শুরু করে অজয় দেবগন, অক্ষয় কুমারের মতো অভিনেতার সঙ্গে কাজ করা রোহিত শেট্টি জানালেন নতুন প্রজন্মের অভিনেতারা ভীষণরকম নিরাপত্ত🌺াহীনতায় ভোগেন।
কী জানিয়েছেন রোহিত নতুন প্রজন্মের অভিনেতাদের নিয়ে?
সম্প্রতি ম্যাশেবল ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে রোহিত শেট্টি জানিয়েছেন অজয় দেবগন এমন একজন অভিনেতা যিনি কখনই নিরাপত্তাহীনতায় ভোগেন না। বরং অন্যান্য অভিনেতাদের সেই জায়গা দেন যাতে তাঁরা উন্নতি💫 করতে পারে। এরপরই তিনি নতুন প্রজন্মের অভিনেতাদের বিষয়ে কথা বলেন। জানান, ' নতুন প্রজন্মের তারকারা নিরাপত্তাহীনতায় ভোগে। ওরা অতিরিক্ত সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। বাস্তব দুনিয়ার সঙ্গে যার কোনও যোগাযোগ নেই। আর সোশ্যাল মিডিয়ার ৯০ শতাংশ ফলোয়ার থেকে শুরু করে কাজ সবই টাকা দিয়ে পাওয়া য🍎ায়। ওদের সেই দুনিয়া থেকে বেরোনো উচিত। ফলোয়ার কিনে, পেইড আর্টিকেল লিখিয়ে ২ বছরের বেশি টিকতে পারবে না। মোবাইল স্ক্রিনে নয়, বড় পর্দায় নিজেকে প্রমাণ করতে হবে।'
তিনি এদিন তাঁদের উদ্দেশ্যে বুদ্ধি দিয়ে বলেন, 'আমার নতুন প্রজন্মের অভিনেতাদের উদ্দেশ্যে দেওয়া একটাই পরামর্শ হল 🀅কোনও কাজই ছোট বা বড় নয়। খালি নিজের যেটা ঠিক মনে হচ্ছে সেটাই করো। অন্যদের সঙ্গে আলোচনা করতে যেও না। ওরা এখন ব্যর্থতাকে ভয় পায়। কিন্তু এই ভয় না কাটালে উন্নতি হবে না।'
রোহিত শেট্টি সম্প্রতি একটি বক্স অফিস হিট উপহার দিয়েছেন দর্শকদের, সিংঘম এগেন। বক্স অফিসে প্রায় ২৩০ কোটি টপকে গিয়েছে এই ছবিটি। সিংঘম ফ্র্যাঞ্চাইজি𒈔র তৃতীয় ছবি এটি এবং তাঁর কপ ইউনিভার্সের পঞ্চম ছবি।
আরও পড়ুন: জ্যোতিষীর পরামর👍্শেই মেঘ হয়েছিไল ধী, কেবল ছেলে নয়, নাম পাল্টানোর বুদ্ধি শিলাজিৎকেও! গায়ক বললেন...
সিংঘম এগেন প্রসঙ্গে
সিংঘম এগেন ছবিটির পরিচালনা করেছেন রোহিত শেট্টি। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে অজয় দেবগন, করিনা কাপুর, অক্ষয় কুমার, টাইগার শ্রফ, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, প্রমুখকে। খলনায়ক হিসেবে ছিলেন অর্জুন কাপুর। এই ছবির গল্পে রামায়ণের ছোঁয়া রাখা 🥃হয়েছে।