আপাতত দেশে-বিদেশের নানা সম্মান ঝুলিতে ভরছে আরআরআর। কদিন আগে তো বিনোদনের সবচেয়ে বড় সম্মান অস্কারও পেয়েছে এই সিনেমা ‘সেরা মৌলিক গান’ বিভাগে নাটু নাটু-র জন্য। তাই বলাই চলে সাফল্য ও আনন্দের সপ্তম স্বর্গে বাস করছেন অভিনেতা রাম চরণ। যাকে এই সিনেমায় অন্যতম মুখ্য চরিত্রে দেখা গি🍃য়েছেন জুনিয়র এনটিআর-এর সঙ্গে। সম্প্রতি এক সꦯাক্ষাৎকারে সলমন খানকে নিয়ে মুখ খুললেন তিনি।
শুক্রবার, RRR-এর অন্যতম প্রধান অভিনেতা রাম চরণ এবং তার বাবা চিরঞ্জীবী নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন। রাম চরণ স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুলের তোড়া ও দক্ষিণের ঐতিহ্যবাহী সিল্ক দিয়ে অভিনন্দন জানান। বেশ কয়েকটি প্রতি✅বেদনে দাবি করা হয়েছে যে রাম চরণের শীঘ্রই দি🧜ল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করার কথা রয়েছে।
ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৩-এ রাম চরণ, সলমন খান সম্পর্কে কথা বলেন। জানান, ‘আমি ওঁর সঙ্গে দেখা করতে চাওয়ার আগেই ওঁ আমাকে বাবার পুরনো বন্ধু (চিরঞ্জীবী) হিসেবে আমন্ত্রণ জানান। ওঁরা একসময় অনেক অনেক বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছে। একদিন সলমন আমায় ফোন করে বলেন, ‘বেটা, আমি শুনলাম তুমি মুম্বইতে?’ আমার অবাক হয়ে জবাব, ‘কীভাবে?’ তাতে উনি বলেন, ‘আমাকে না জানিয়ে মুম্বইত কিচ্ছু হয় ൩না।’ এরপর উনি 🌺আমাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান। সেই উষ্ণ অভ্যর্থনা আমি সারা জীবন মনে রাখব।’
এতে সেই অনুষ্ঠা🤡নের হোস্ট জবাবে রাম চরণকে বলেন, ‘সলমন খান একজন দুর্দান্ত হোস্ট কিন্তু বিপজ্জনক যখন তিনি আপনাকে বাড়িতে আমন্ত্রণ জানান। কারণ রাত ৫টা পর্যন্ত পার্টি চলে।’ আর তাতে আরআরআর অভিনেতার জবাব, ‘না, স্যার। তিনি খুব করুণাময়। তিনি আমাদের ছেড়ে দেন। লোকেরা যদি থাকতে চায়, স্বেচ্ছাতেই তারা থাকে।’ এরপর প্রশ্ন করা হয়, ‘আপনি কি ভাইয়ের ফ্যান?’ তাতে জবাব আসে, ‘হ্যাঁ, স্যার, হ্যাঁ।’
মাঝে শোনা গিয়েছিল রাম চরণ ও জুনিয়র এনটিআর নাকি অস্কারের মঞ্চে পারফর্ম করতে চাননি। তবে এই সাক্ষাৎকারে সেই জল্পনা হাওয়ায় উড়িয়ে দে অভিনেতা। বলেন, এরকম প্রস্তাবের জন্য তাঁরা দীর্ঘ প্রতীক্ষাও করেছিলেন। কিন্তু কোনও ফোনই আসেনি। তবে অস্কারে হওয়া পারফরমেন্সের প্রশংসা করে বলেন, ‘আমাদের আসল নাচের থেকে অনেক ভালো। ভারতীয় হিসেবে ওখানဣে বসে দেখতে তো গর্বে বুক ফুলে উঠছিল।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )