হলিউডে এখন ‘RRR’ জ্বর চলছে। হালে হ👍লিউডের চাইনিজ থিয়েটারে দেখানো হয়েছিল এই ছবি। সেখানে দর্𓄧শক রীতিমতো উচ্ছ্বসিত হয়ে যান এই ছবি দেখে। এবার এই ছবির অস্কার দৌড়ও শুরু হল।
আমেরিকা চাইনিজ থিয়েটার এসএস রাজামৌলি পরিচালিত ‘RRR’ দেখানোর পরে এটি সরাসরি ঢুকে পড়ল অস্কারের মূল ধারার দৌড়ে। যত দূর খবর পাওয়া গিয়েছে, এই ছবি ইতিমধ্যেই অস্কারের সব ক’টি গুরুত্বপূর্ণ বিভাগে মনোনয়ন পাওয়ার আবেদন করে ফেলেছে। ক’টি বিভাগে শেষ পর্যন্ত মনোনয়ন পায় এবং কেকে কে পান, সেটির ꧅দিকেই তাকিয়ে রয়েছেন এই ছবির অনুরাগীরা।
যা খবর পাওয়া গিয়েছে, তাতে ‘RRR’ ইতিমধ্যেই মনোনয়নের আবেদন করেছ💜ে যে যে বিভাগে সেগুলি হল:
- সেরা ছবি: ডিভিভি দানায়া (প্রযোজক)
- সেরা পরিচালক: এসএস রাজামৌলি
- সেরা অভিনেতা: জুনিয়র এনটিআর, রাম চরণ
- পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী: আলিয়া ভাট
- পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা: অজয় দেবগণ
- সেরা গান: নাটু নাটু
- সেরা সঙ্গীত: এমএম কিরাভানি
- সেরা এডিটিং: শ্রীকর প্রসাদ
- সেরা সিনেম্যাটোগ্রাফি: কেকে সেনথিল কুমার
- সেরা কসটিউম: রামা রাজামৌলি
- সেরা মেকআপ: নাল্লা শ্রীনু, সেনাপতি নাইডু
- সেরা ভিজুয়াল এফেক্টস: ভি শ্রীনিবাস মোহন
এছাড়াও সেরা সাউন্ড এবং সেরা অরিজিনাল ൲স্ক্রিনপ্লে বিভাগেও মনোনয়ন জমা দিচ্ছে এই ছবি। আমেরিকার সংবাদমাধ্যম সূত্রে🐼ও এই খবরটির সত্যতা স্বকীর করা হয়েছে।
ইতিমধ্যেই আমেরিকায় ‘RRR’ নিয়ে বিরাট উত্তেজনা সৃষ্টি হয়েছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 𒅌এমন জিনিসꦓ তাঁরা আগে কখনও দেখেননি। অনেকেরই ধারণা, ‘RRR’ শুধুমাত্র মনোনয়ন নয়, বেশ কয়েকটি অস্কারও জিততে চলেছে। আপাতত মনোনয়নের ধাপটি পেরোনোর অপেক্ষা। তার পরে মূল পর্বের দৌড়। সব কিছু ঠিকঠাক চললে, এই ছবি অস্কারের মঞ্চে এখনও পর্যন্ত ভারতীয় ছবির তৈরি সব রেকর্ডে ভেঙে দিতে পারে বলেও মনে করছেন অনেকে।