১১ অগস্ট সিনেমা হলে আসছে বহু প্রতিক্ষীত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। ইতিমধ্যেই সামনে এসেছে ধামাকেদার ট্রেলার। ব্যোমকেশের রূপে বেশ চমকই দিয়ে গেলেন দেব। বোঝা যাচ্ছে, বেশ বড় স্কেলে বানানো হয়েছে এই সিনেমা। ছবিতে সত্যবতীর চরিত্রে দেখা মিলেছে রুক্মিণী মৈত্রের। আর অজিত হয়েছেন অম্বরীশ ভট্টাচার্য। আপাতত 𒁃জমিয়ে চলছে প্রচার।
আর ব্যস্ত শিডিউলের ফাঁকে কফি ব্রেকের সময় শুক্রবার লাইভে এলেন জুটিতে দেব আর রুক্মিণী। ছবি মুক্তির আগে একটু আড্ডা অনুরাগীদের সঙ🧔্গে। প্রথমটা খুনসুটি দিয়ে শুরু হলেও, ছবি নিয়ে অভিজ্ঞতা ভাগ করে নিতে দেখা গেল দুজনকেই। তবে সবচেয়ে যা সকলের মনে ধরেছে তা হল রুক্মিণীর মুখে দেবের প্রশংসা। যদিও মাঝ⛄ে একটু ‘নিন্দেও’ করে নেন।
ছবিতে কাজের অভিজ্ঞতা বলতে গিয়ে পরিচালক বিরসা দাসগুপ্তর ঢালাও প্রশংসা রুক্মিণীর মুখে। জানালেন এত ধীরস্থির পরিচা🎐লক নাকি দেখেননি। সেটে কখনোই চিৎকার করতেন না বিরসা, যা খুবই বিরল ঘটনা পরিচ��ালকদের মধ্যে। নিজের টিমেরও খুব প্রশংসা করেন।
এরপর দেবের কথা উঠতেই বলেন, ‘দেব সবসময়ই খুবই সাপোর্টিভ সহ অভিনেতা। ওর সঙ্গে যারা কাজ করেছে সবাই একথা বলে। তবে আমাকে একটু বকাবকি করে। আমি অন্যদের সঙ্গে কাজ করলে বরং একটু বেশি রিল্য♍াক্স থাকতে পারি।’
তাতে দেব থামিয়ে দিয়ে বলে ওঠেন, ‘তার মানে তুমি জিতের সঙ্গে বেশি আরামে কাজ করেছ?’ পর্দার সত্যবতীর তাৎক্ষণিক জবাব, ‘অবশ্যই জিৎ হল হান্ড্রেড পার্সেন্ট লাভ লাভ লাভ।’ দেবেও অবশ্য🦹 একথায় হাত দিয়ে লাভের ইশারাই করলেন।
‘দেব আমাকে যেমন চ্যাম্পে খুব গাইড করত। এটা করো ওটা করো বলত। তবে দ্বিতীয় ছবি ককপিট থেকেই আমাকে আমার মতো ছেড়ে দিয়েছে। যেটা খুব ভালো। এবারে যেমন 🐈সত্যবতীর দ্বিতীয় সিনের শ্যুট করার পর ও আমাকে বলেছিল, মানুষ তোমাকে ভালোবেসে ফেলবে। জানি না এটা ওর ভালোবাসার জন্য না আমাকে এতদিন ধরে দেখছে বলে। তবে আমারও কেরিয়ারের সবচেয়ে ভালোলাগার চরিত্র সত্যবতী।’
দেব দর্শকদের উদ্দেশে বলেন, ‘আমার মনে হয় এই ছবিটা উপভোগ করতে সবাইকে হলে আসতে হবে। টিভিতে বা মোবাইলে দেখে সেই মজা আসবে না। বাচ্চাদেরও নিয়ে আসুꦉন স💫ঙ্গে করে। বাচ্চারা যাতে দেখতে পারে সেদিকটা মাথায় রেখেই আমরা কিন্তু বানিয়েছি।’
বলে রাখা ভালো, ব্যোমকেশের পাশাপাশি রুক্মিণীকে দেখা যাবে ‘বিনো♏দিনী’ আর জিতের ℱবিপরীতে ‘ব্যুমেরাং’-এ। আর দেবের ‘বাঘা যতীন’ মুক্তি পাবে পুজোতে।