সলমান খানের বিপরীতে দাবাং থ্রি সিনেমায় কাজ করেছিলেন সাই মঞ্জেরেকর। এই সিনেমায় রাজ্জ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে দাবাং থ্রি সিনেমায় অভিনয় করার সময় সাই-এর বয়স ছিল ১🀅৭ বছর এবং ভাইজানের বয়স ছিল ৫৪ বছর। তবে এত বেশি বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও তার প্রভাব সিনেমায় পড়েনি এক ফোটাও।
সিদ্ধার্থ কান্নার এর সঙ্গে একটি কথোপকথনে অভিনেত্রী বলেন, দাবাং থ্রি সিনেমাটি মুক্তি পাবার সময় সোশ্যাল মিডিয়াতে আমি খুব একটা বেশি সক্রিয় থাকতাম না তাই। মানুষের কথোপকথনের প্রভাব𝔉 আমার ওপর পড়েনি। আমি শুধুমাত্র কাজের উপর ফোকাস করেছিলাম আর কোন বিষয়ে আমার ফোকাস ছিল না তাই কোন সমস্যা হয়নি।।
আরও পড়ুন: (অক্ষয়ের দেশ𒉰াত💞্মবোধক ছবির কাজ করবেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক, মুক্তি কবে?)
তিনি🗹 আরও বলেন, যখন আমি ইনস্টাগ্রামে সক্রিয় হই তখন সিনেমা মুক্তির ৬ মাস অতিক্রান্ত হয়ে গেছে। তখন মানুষের কথোপকথন আমার চোখে পড়েছিল কিন্তু সেগুলি ৬ মাস আগে তাই সেগুলি আমার মনে কোন প্রভাব ফেলে নি। এমনিতেও আমি মোটা চামড়ার মানুষ তাই কোন জিনিস সহজে আমার মনের উপর প্রভাব পড়ে না তা প্রশংসা হোক বা নেতিবাচক কোন জিনিস।
প্রসঙ্গত, দাবাং৩ সিনেমার মিশ্র প্রভাব পড়েছিল সাধারণ মানুষের মধ্যে। বক্স অফিসে এই সিনেমাটি দাবাং ফ্র্যাঞ্চাইজির 📖সব থেকে কম আয়কারী চলচ্চিত্রে পরিণত হয়েছিল। সিনেমাটি পরিচালনা করেছিলেন প্রভু দেবা।
আরও পড়ুন: (‘নতুন আশীর্বাদের উদযাপন...’ নিজের বেবিশাওয়ারেꦗর ছবি শেয়ার করে কী জানালেন দৃষ্টি)
সলমনকে সর্বশেষ মনীশ শর্মা পরিচালিত টাইগার ৩ ছবিতে🌜 দেখা গিয়েছিল। ছবিটি আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সের একটি অংশ। অভিনেতাকে আগামীতে সাজিদ নাদিয়াদওয়ালার অ্যাকশন-থ্রিলার সিকান্দার ছবিতে দেখা যাবে। ছবিটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস এবং গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুনীল শেঠি, রশ্মিকা মান্দানা এবং অন্যান্যরা। এছাড়াও করণ জোহরের দ্য বুল এবং ওয়াইআরএফের টাইগার ভার্সেস পাঠান-এ দেখা যাবে সলমনকে।
আরও পড়ুন: (জওয়ানে অভিনয় করতে𝔉 গিয়ে তিক্ত অভিজ্ঞতার শিকার কন্টেন্ট ক্রিয়েটর ভিরাজ! বললেন...)
সিকান্দারের শিডিউল গুটিয়ে 🦂সালমান শꩲিগগিরই বিগ বস ১৮ এর শুটিং করবেন বলে আশা করা হচ্ছে। অপরদিকে দাবাং থ্রি ছাড়াও অভিনেত্রী সাই মঞ্জেরেকর, ‘অর মে কাহা দম থা’ সিনেমায় অজয় দেবগন এবং তাবুর সঙ্গে অভিনয় করেছিলেন।