চলচ্চিত্র সমালোচক থেকে দর্শক, সকলের মন জয় করে নিয়েছে সলমন খান আর আয়ুষ শর্মার নতুন ছবি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। আর দু' দিনেই প্রায় ১০ কোটির ব্যবসা করে ফেলেছে ছবিটি। তাই বলা চলে করোনার পর আরও একবার লক্ষ্মীলাভ হল মালিকদের। শুক্রবার মুক্তির দিন থেকে শনিবার ছুটির দিন সামান্য বেশি দর্শক সমাগম হয়েছিল হলে। মনে করা হচ্ছে, আজ রবিবার এই ব্যবসার পরিমাণ আরও বাড়বে। মুক্তির দিনে ৪.২৫-৪.৫ কোটির ব্যবসা করে সলমন-আয়ুষের ছবি। আর শনিবার তা বেড়ে দাঁড়ায় ৫.২৫ কোটি থেকে ৫.৫ কোটি। অর্থাৎ দু'দিন মিলে প্রায় ১০ কোটি কামাই করে ফেলেছে। মনে করা হচ্ছে, রবিবার ৬ কোটির কাছাকাছি উপার্জন হবে ‘অন্তিম’র। Boxofficeindia.com-র রিপোর্ট অনুযায়ী, ‘শুক্রবারের থেকে শনিবার ব্যবসার পরিমাণ সামান্য বেড়েছে। যার থেকে বোঝা যায়, শুধু স্টার ভ্যালু নয়, গল্পের জন্যও দর্শক হলে আসছেন সিনেমা দেখতে। আর রবিবারও যদি ছবি একইরকম ব্যবসা করতে পারে তাহলে দাঁড়িয়ে যাবে অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ।’যদিও গোটা দেশে ছড়িয়ে থাকা সলমনের ভক্তরা উৎসবে মেতেছেন বড় পরদায় এতদিন পরে সলমনের সিনেমা পেয়ে। শনিবার এক সিনেমা হলে ছবি চলাকালীন পোড়ানো হয় বাজি। যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সলমন। হাত জোড় করে সাবধান হতে বলেন নিজের অনুরাগী ও হল মালিকদের।