স্যাম বাহাদুর ছবিতে মুখ্য ভূমিকায় সবার নজর কেড়েছেন অভিনেতা ভিকি কৌশল। প্রতিটা ধাপে,❀ প্রতিটা ফ্রেমে নিজেকে একেবারেই স্যাম বাহাদুরের মতো করে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। তবে অভিনয় তাঁর যতই ভালো হোক, সমালোচকদের প্রশংসা পাক না কেন, দর্শকদের থেকে এই ছবি তেমন সাড়া পায়নি। প্রথম সপ্তাহহান্তে ভালো ব্যবসা করলেও সোমবার আসতেই অনেকটা কমে গিয়েছে আয়। তবুও গোটা সপ্তাহ ধরে মোটের উপর ভালোই আয় করেছে ভিকি কৌশলের ছবি। তারপর ফের শনি রবি আসতেই বাড়ল আয়ের গ্রাফ। টুকটুক করে চলতে চলতে অবশেষে মেঘনা গুলজার পরিচালিত স্যাম বাহাদুর বক্স অফিসে ৫০ কোটির গণ্ডি টপকাল।
স্যাম বাহাদুর ছবির বক্স অফিস কালেকশন
প্রথম সপ্তাহে স্যাম বাহাদুর ছব🍌িটি বক্স অফিসে ৩৮.৮৫ কোটি টাকা আয় করেছিল। এরপর দ্বিতীয় শুক্রবার এটি ৩.৫০ কোটি ঘরে তোলে, যা শনিবার বেড়ে হয় ৬.৭৫ কোটি টাকা। র💜বিবার সেই পরিমাণ আরও একটু বেড়ে দাঁড়ায় ৭.৫ কোটি টাকায়। ফলে ১০ ডিসেম্বর পর্যন্ত এই ছবিটি বক্স অফিসে ৫৬.৫৫ কোটি টাকা আয় করেছে। এমনটাই সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে।
আরও পড়ুন: দ্ব♒িতীয় বিবাহবার্ষিকীতে আদরে গদগদ ক্যাটরিনা,🍰 ভিকিকে জড়িয়ে ছবি তুলে লিখলেন, 'আমার...'
আরও পড়ুন: আপ নেতাকে বিয়ে করাꦯর পর এবার রাজনীতিতে পা দেওয়ার পরিকল্পনা পরিণীতির? জল্পনা উসকে কী বললেন?
যেহেতু এখন বড়দিনের আগে পর্যন্ত অর্থাৎ ২১ ডিসেম্বর পর্যন্ত নতুন কোনও ছবির মুক♛্তি নেই তাই বক্স অফিসে রণবীর কাপুরের অ্যানিম্যাল যেমন রাজ করছে তেমনটাই করবে বলে ট্রেড অ্যানিলিস্টদের তরফে জানানো হয়েছিল। একই সঙ্গে বলা হয়েছিল ভিকির স্যাম বাহাদুর ৫০ কোটির গণ্ডি টপকে যাবে। বাস্তবে সে দুটো ভবিষ্যদ্বাণী ফলতে দেখা যাচ্ছে।
স্যাম বাহাদুর ছবি প্রসঙ্গে
মেঘনা গুলজার পরিচালিত এই ছবিতে উঠে এসেছে ভারতের প্রথম ফিল্ড মার্শলের কথা। তিনি প্রায় ৪ দশক ধরে দেশের হয়ে কাজ করেছিলেন। এবং ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তি যুদ্ধে দুর্দান্ত এক ভূমিকা পালন করেছিলেন। এই ছবিতে স্যাম বাহাদুরের চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। তাঁর স্ত্রীর চরিত্রে আছেন সানিয়া মালহোত্রা। এছাড়া অন্যান্য চরিত্রে দেখা গিয়▨েছে ফাতিমা স🙈ানা শেখ প্রমুখকে।
ভিকি কৌশলের আগামী প্রজেক্ট
ভিকি কৌশলকে আগামীতে শাহরুখ খান অভিনীত ডাঙ্কি ছবিতে দেখা যাবে। সেখানে তাপসী পান্নু, বোমান ইরানিও আছেন।🌸 এ💞ছাড়া লক্ষ্মণ উটেকরের আগামী ছবিতেও থাকছেন ভিকি।