অ্যানিম্যাল গত ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত এই ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের নজর কেড়েছে। ভালো মন্দ মিশিয়ে প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে জমিয়ে ব্যবসা করেছে এই ছবি। ইতিমধ্যেই জানা গিয়েছে যে পরিচালক অ্যানিম্যাল বানিয়ে মোটেই ক্ষান্ত হচ্ছেন না। তিনি আনতে চলেছেন অ্যানিম্যাল পার্ক। এই ছবির মোট তিনটি ভাগ আসছে 🎐বলেই জানা গিয়েছে। কিন্তু কোন ভাবনা থেকে তিনি এই ট্রিলজি করার কথা ভাবছেন? কবে থেকেই বা তিনি অ্যানিম্যাল পার্কের শুটিং শুরু করবেন?
অ্যানিম্যাল পার্ক প্রসঙ্গে কী জানালেন সন্দীপ রেড্ডি ভাঙা?
কবীর সিং হোক বা অ্যানিম্যাল, একটু অন্যধারার ছবি দিয়ে বারবার নজর কেড়েছেন সন্দীপ রেড্ডি ভাঙা। সম্প্রতি ত♚িনি গালাট্টা প্লাসকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি কোথা থেকে আদতে এই অ্যানিম্যাল পার্কের ভাবনাটা পেয়েছেন। তিনি কথায় কথায় আরও জানান তিনি এই ছবির ট্রিলজি আনতে চান। তাঁর ভাবনায় এই ছবির দ্বিতীয় এবং তৃতীয় অংশের গল্প বলবেন একজন বয়স্ক মানুষ যিনি টাকা নিয়ে মজা করেন। সেই 🍷ছবিটি শুরু হবে হাসি মজা দিয়ে।
কিন্তু🌠 কবে থেকে শুরু হবে এই ছবির শুটিং? এই বিষয়ে সন্দীপ জানিয়েছেন তাঁর আগামী ছবি স্পিরিটের কাজ শুরু হবে ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে। এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন প্রভাস। তারপর তিনি অ্যানিম্যাল পার্কের কাজ শুরু করবেন। তিনি জানান তিনি তাঁর প্রজেক্ট নিজেই লেখেন।
কিন্তু হঠাৎ অ্যানিম্যাল পার্ক কেন? এই বিষয়ে ব্যাখ্যা পরিচালক জানান সেই ছবিতে একটা নয়, অনেকগুলো অ্যানিম্যাল থাকবে তাই সেটা অ্যানিম্যাল পার্ক। মহাভারতে যেমন ভাইদের মধ্যে যু😼দ্ধ দেখানো হয়েছে তেমনটাই এখানে দেখানো হবে।