স্নায়ুর এক বিরল রোগে ভুগছিলেন বেশ কয়েকবছর। প্রয়াত হলিউড অভিনেত্রী সান্দ্রা বুলকের দীর্ঘদিনের সঙ্গী ব্রায়ান র্যান্ডাল। বেশ কয়েক বছর ধরে অ্যামাইওট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস (ALS) নামে কঠিন স্মায়ুর রোগে ভুগছিলেন ব্রায়ান। তাঁর সেই লড়াই-ই এবার শেষ হল, ৫৭-তেই চলে গেলেꦉন ফটোগ্রাফার, মডেল ব্রায়ান র্যান্ডাল।
৭ অগস্ট সোমবার ব্রায়ানের♛ মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তাঁর পরিবারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছে, গত ৫ আগস্ট, ব্রায়ান র্যান্ডাল ALS-এর সঙ্গে গত ৩ বছর ধরে যুদ্ধ করার পর শান্তিপূর্ণভাবে মারা গিয়েছেন। ব্রায়ান ALS এর সঙ্গে তাঁর লড়াই ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন, আমরা যাঁরা তাঁর যত্ন নিতাম তাঁরা ওঁর অনুরোধকে সম্মান দেওয়ার যথাসাধ্য চেষ্টা করেছি।'
পরিবারের তরফে আরও লেখা হয় যে, ‘আমরা চিকিৎসকদের কাছে কৃতজ্ঞ, যাঁরা অএই অসুস্থতার ল্যান্ডস্কেপটি চালনা করেছেন এবং নার্সদের প্রতিও কৃতজ্ঞ যাঁরা একপ্রকার আমাদের রুমমেট হয়ে গিয়েছিলেন, প্রায⛦়শই আমাদের সঙ্গে থাকার জন্য তাঁরা তাদের নিজের পরিবারের স্বার্থও ত্যাগ করেছেন।’
কিন্তু কী এই অ্যামাই🌱ওট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস (ALS)?
ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোলজিক্যাল ডিসঅর্ডারস অ্যান্ড স্ট্রোকের মতে, ‘ALS লু গেরিগজ ডিজিজ নামেও পরিচিত। এটি একটি বিরল স্নায়বিক রোগ যা মোটর নিউরনগুলিকে প্রভাবিত করে। মস্তিষ্ক এবং মেরুদণ্ডের স্নায়ু কোষগুলি যেগুলি স্বেচ্ছাসেবী পেশীর কার্যক্ষমতা নিয়ন্ত্রণ করে, সেগুলিকে প্রভাবিত করে৷ স্বেচ্ছাসেবী পেশী হল সেগুলি, যার মাধ্যমে আমরা চিবানো, হাঁটা এবং কথা বলা, নড়াচড়া করি। রোগটি যত বাড়ে, এর লক্ষণগুলি আরও খাꦏরাপ পথে চালিত হয়। ALS এর কোনও নিরাময় নেই। এর কোনও কার্যকর চিকিৎসাও এখ🍸নও পর্যন্ত নেই।’
প্রসঙ্গত, সান্দ্রা ও ব্রায়ান তাঁদের রোম্যান্সকে বেশিরভাগ সময়ই লোকচক্ষুর বাইরে রাখতে চেয়েছিলেন। তবে সান্দ্রা ২০২১-এর ডিসেম্বরে 'রেড টেবিল টক'-এ হাজির হয়ে বলℱেছিলেন যে তিনি ব্রায়ানের মধ্যে ভালবাসা খুঁজে পেয়েছেন। বলেছিলেন, টআমরা আমার দুই সন্তানও ওঁর এক সন্তানকে নিজের মধ্যে ভাগ করে নিয়েছি। আর এটি সর♓্বকালের সেরা জিনিস।সান্দ্রা ১৩ বছর বয়সী ছেলে লুই এবং ১০ বছরের মেয়ে লায়লাকে দত্তক নিয়েছিলেন। আর ব্রায়ানের তাঁর আগের সঙ্গীর সঙ্গে ১টি মেয়ে রয়েছে।
বিয়ের প্রসঙ্গে সান্দ্রা বুলকে বলেছিলেন, ‘একজন নিবেদিত সঙ্গী, অনুরাগী মা হওয়ার জন্য আমার কা🙈গজের দরকার নেই। কঠিন সময়ে পাশে থাকতে বলার দরকার নেই। একজন ভালো মানুষের সঙ্গে ঝড়ের মোকাবিলা করার জন্য কাউকে বলার দরকার নেই।’
তবে ইউএস উইকলি সূত্রে অনুমান, শেষদিকে ব্রায়ান এবং সান্দ্রা বি🔥চ্ছেদ হয়ে থাকতে পারে, কারণ দুজনকেই বেশ কয়েক বছর ধরে জনসমক্ষে দেখা যায়নি। যদিও এবিষয়ে সান্দ্রা বা ব্রায়ান কেউই বিষয়টি নিশ্চিত করেননি।