২০১৮ সালে ‘কেদারনাথ’ ছবির 🔯হাত ধরে বলিউডে ডেবিউ করেছেন অভিনেত্রী সারা আলি খান। এরপর একাধিক ছবিতে কাজ করেছেন সইফ-অমৃতা কন্যা। ২০২৩ সালে তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জারা হটকে🎃 যারা বাঁচকে’। চ্যালেঞ্জিং ভূমিকায় অভিনয় করা ছাড়াও মজার রিল, ঘুরতে যাওয়ার ছবি পোস্ট সহ আরও কিছু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী। সম্প্রতি নিজের অফ-স্ক্রিন অভিজ্ঞতা যেগুলি তাঁর জীবন গঠনে সহায়তা করেছে সেই নিয়ে কথা বলেছেন সারা।
সিঙ্গল মায়ের কাছে বেড়ে ওঠা
জীবনে শক্তিশালী মহিলাদের প্রভাব সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল সারাকে। ইটাইমসকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি মনে করি একজন সিঙ্গল মাদারের কাছে বড় হওয়া সেক্ষেত্রে একটা বিশাল ভূমিকা পালন করে। খুব অল্প বয়সেই বুঝতে পেরেছি, তোমার জন্য কেউ কিছু করবে না। এমন নয় যে আমি সাহায্য পাই না, আমিও করি। কিন্তু শেষ পর্যন্ত শেষ পর্যন্ত তুমিই তোমার জীবনের প্রবর্তক এবং সূচনাকারী। যদি তুমি ভাগ্যবান হও, নক্ষত্ররা সারিবদ্ধ থাকে আর ঈশ্বর চাইলে সেটা ঘটবেই। কোনও কিছু ঘটনার জন্য অপেক্ষা করা যাবে না। এটা সেই রকম ভাবে কাজ করে না’। আরও পড়ুন: দু’পাশে দুই নামজাদা অভিনেত্রী, তার মধ্যে ছবিটা♕ কেমন? ‘ক൩্রু’-তে মন ভরল কি করিনার
‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’ ছবিতে নিজের ꧃চরিত্🎐র প্রসঙ্গে সারা
অ্যায় ওয়াতান মেরে ওয়াতানে মুখ্য চরিত্রে অভিনয় করার বিষয়ে জানতে চাইলে সারা বলেন, ‘এই ধরণের সিনেমায় মুখ্য চরিত্র♒ে অভিনয় করাটা সবচেয়ে আনন্দদায়ক অভিজ্ঞতা। সময় এসেছে, কারণ আপনি আমার এমন একটি দিক দে🐬খতে যাচ্ছেন যা আমি আগে কখনও দেখাইনি। আমার মজা-ঠাট্টাগুলো চলতেই থাকবে, কিন্তু আমি এমন কিছু বলতে যাচ্ছি যা আমি অনেক দিন বলিনি এবং সেই কারণেই আমি নিজেকে নিয়ে সত্যিই গর্বিত’।
‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’ ছবি
‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান' একটি পিরিয়ড ড্রামা। কন্নন আইয়ার পরিচালিত ছবিতে সারা একজন স্বাধীনতাকামী যোদ্ধা, ঊষা মেহতার চরিত্রে অভিনয় 🌌করেছেন। এই থ্রিলার ড্রামাটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। ছবিটি মুম্বইয়ের একজন সাহসী মেয়ের কাহিনী 𓄧যিনি পরবর্তী সময়ে হয়ে উঠেছিলেন স্বাধীনতা সংগ্রামী।
ছবির মূ💖ল কাহিনি এক কলেজ ছাত্রীর। সে কলেজে পড়াকালীন কীভাবে স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়ে, সেটাই দেখানো হবে ছবিতে। কাহিনির প্রেক্ষাপট ১৯৪২ সাল, যখন গোটা গোটা দেশ ভারত ছাড়ো আন্দোলনে উত্তাল। কাহিনির পরতে পরতে෴ রয়েছে সাহস, দেশপ্রেম ও ত্যাগ। চিত্রনাট্য লিখেছেন দারাব ফারুকি এবং কান্নন আইয়ার। প্রযোজনার দায়িত্বে করণ জোহরের ধর্মা প্রোডাকশন। আগামী ২১ মার্চ থেকে অ্যামাজন প্রাইম ভিডিয়োতে দর্শক দেখতে পাবে সিনেমাটি।