এবার ভারতীয় স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে অভিনেত্রী সারা আলি খান। ছবির নাম ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াত𓆉ান'। একটি পিরিয়ড ড্রামা ঘরানার ছবি। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ছবি মুক্তির তারিখ।
কন্নন আইয়ার পরিচালিত ছবিতে সারা একজন বীর মুক্তি যোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এই থ্রিলার-ড্রামা। ছবির চিত্রনাট্যে উঠে এসেছে সেই সময়ে দাঁড়িয়ে বম্বের একজন সাহসী মেয়ের কাহিনি। যিনি পরবর্তী সময়ে হয়ে উঠেছিলেন স্বাধীনতা সংগ্রামী ৷ ওয়ার্ল্ড রেডিয়ো ডে-তে ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিয়ো প্রকাশ্যে এনেছে ছবি মুক্তির তারিখ ৷ আগামী ২১ মার্চ থেকে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিয়োতে দর্শক দেখতে পাবে এই সিরিজ। আরও পড়ুন: বিখ্যাত পরিচালকের জাতীয় পুরস্কার ফিরিয়ে দিলেন চোরেরা,♏ ক্ষমা চেয়ে লিখেছেন চিঠিও
এই ছবিটি একটি সত্য ঘটনার উপর নির্ভর করে বানানো হয়েছে। ছবির গল্পে উঠে আসবে এক কলেজ ছাত্রীর জীবনের গল্প। কলেজে পড়াকালীন সে কীভাবে স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়ে, সাধারণ এক কꦛলেজ পড়ুয়া থেকে কীভাবে স্বাধীনতা সংগ্রামী হয়ে ওঠে সেই গল্পই এখানে দেখা যাবে। গল্পের প্রেক্ষাপট 📖হচ্ছে ১৯৪২ সাল। অর্থাৎ যখন গোটা দেশ ভারত ছাড়ো আন্দোলন নিয়ে উত্তাল সেই সময়। সারার চরিত্রের মধ্যে দিয়ে তুলে ধরা হবে সাহসিকতা, দেশাত্মবোধ এবং ত্যাগের গল্প। স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার চরিত্র ফুটিয়ে তুলতে চলেছেন সারা আলি খান।