Abanti Sithi: ২০১৮ সালের সারেগামাপার প্রতিযোগী ছিলেন তিনি। শিষপ্রিয়া হিসেবে দারুণ জনপ্রিয় হন অল্পদিনেই। বাজাতে পারতেন বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, মিউজিক বানাতেন বিভিন্ন শব্দ দিয়ে। আর এই নতুন বছরের শুরুতেই সেই বাংলাদেশি গায়িকার জীবনেই নেমে এল শোকের ছায়া। হারালেন প্রিয়জনকে।