কেন বক্স অফ✱িসে চলল না 'ধাকড়'? এই প্রশ্নের উত্তর খুঁজ𝕴ে চলেছেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।
কঙ্গনা রানাউত, অর্জুন রামপালদের পাশাপাশি এই অ্যাকশন-থ্রিলারে তাঁকেও দেখা গিয়েছে গুরুত্বপূর্ণ চরিত্রে। ছবি নিয়ে প্রত্যাশা ছিল বিস্তর। কিন্তু ভাবনার সঙ্গে একেবারেই মিলল না বাস্তব। বক্স অফি♔সে মুখ থুবড়ে পড়ল 'ধাকড়'। এই ব্যর্থতার কারণ কী? প্রশ্⛄ন করা হলে শাশ্বত বলেন, 'ছবিটি অভিঘাত তৈরি করতে পারল না। নিশ্চয়ই খারাপ লাগে। একটা বড় প্রোজেক্ট ছিল। আমি দেখার আগেই ছবি প্রেক্ষাগৃহ থেকে চলে গেল।'
কোটি কো🧸টি টাকা দিয়ে তৈরি হয়েছিল 'ধাকড়'। দেশ-বিদেশ ঘুরে ঘুরে হয়েছে শ্যুট। শাশ্বতের কথায়, 'অ্যাকশন থেকে গান- সব কিছুই খুব বড় স্কেলে করা হয়েছে। বুঝলাম𒉰 না কেন ছবিটা চলল না।'
বক্স অফিসে ১০ ﷽কোটিরও কম ব্যবসা করেছে 'ধাকড়'। প্রথম দিন মাত্র এক কোটি টাকার ব্যবসা করে এই ছবি। শোনা গিয়েছিল, ধারদেনা শোধ করার জন্য সাধের অফিসটুকুও বিক্রি করে দিতে হয়েছে প্রযোজক দীপক মুকুটকে। তিনি যদিও জানিয়েছেন, এ সবই মিথ্যে। প্রযোজকের কথায়, 'বেশিরভাগ টাকাই আমি তুলে নিতে পেরেছি। সময়ের সঙ্গে বাকিটাও পারব।'