সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘সাবাশ মিঠু’র নতুন পোস্টার প্রকাশ করা হল ‘ভায়াকম ১৮’ প্রযোজনা সংস্থার তরফে মঙ্গলবার। নারী দিবসের দিনেই শেয়ার করা হল এটি। ভারতীয় মহিলা ক্রিকেটের আইকন মিতালি রাজের বায়োপিক ‘সাবাশ মিঠু’। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন তাপসী পান্নু।ভায়কমের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ছবির নতুন এই পোস্টার শেয়ার করে লেখা হয়, ‘‘ব্যাটের স্যুইং দিয়ে তিনি ক্রিকেট খেলাকেই বদলে দিয়েছিলেন এবং ভেঙেছেন স্টেরিওটাইপ। তিনি আমাদের মতো আরও অনেককে অনুপ্রাণিত করে চলেছেন। এই নারী দিবসে সামনের সারিতে থাকা মহিলাদের যোদ্ধাদের পক্ষে গলা ফাটিয়ে বলতে চাই ‘পক্ষপাত’ ভেঙে ফেলা হোক।’’ প্রসঙ্গত, প্রথমে ঠিক ছিল ৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই সিনেমা। সৃজিতেরই বাংলা সিনেমা ‘কাকাবাবুর’ সাথে বক্স অফিসে ক্ল্যাশ করারও খবর ছিল। কিন্তু ভায়াকমের তরফ থেকে তারপর আর ছবি মুক্তি নিয়ে কিছু জানানো হয়নি। এমনকী তখন সেই ব্যাপারে সৃজিতের সাথে যোগাযোগ করা হলে প্রখ্যাত পরিচালক ‘হিন্দুস্তান টাইমস বাংলাকে জানান, 'আমি তো এটা বলতে পারব না, এটা উত্তর একমাত্র ভায়াকম এইটিন দিতে পারবে।'যাক আপাতত খানিক শান্তি। মুক্তি পাওয়ার তারিখ না জানালেও ভায়াকম জানিয়েছে ‘জলদি আসছে’ সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত প্রথম বাংলা ছবি। টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেল অনেককে। ‘কবে আসবে সিনেমা, আর তো অপেক্ষা করতে পারছি না’, ‘এই ছবিটা মাস্টওয়াচ’, ‘অপেক্ষায় আছি’-র মতো নানা কমেন্ট পড়েছে সেই টুইটে। প্রসঙ্গত, প্রথমে ঠিক ছিল ৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই সিনেমা। সৃজিতেরই বাংলা সিনেমা ‘কাকাবাবুর’ সাথে বক্স অফিসে ক্ল্যাশ করারও খবর ছিল। কিন্তু ভায়াকমের তরফ থেকে তারপর আর ছবি মুক্তি নিয়ে কিছু জানানো হয়নি। এমনকী তখন সেই ব্যাপারে সৃজিতের সাথে যোগাযোগ করা হলে প্রখ্যাত পরিচালক ‘হিন্দুস্তান টাইমস বাংলাকে জানান, 'আমি তো এটা বলতে পারব না, এটা উত্তর একমাত্র ভায়াকম এইটিন দিতে পারবে।'যাক আপাতত খানিক শান্তি। মুক্তি পাওয়ার তারিখ না জানালেও ভায়াকম জানিয়েছে ‘জলদি আসছে’ সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত প্রথম বাংলা ছবি। টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেল অনেককে। ‘কবে আসবে সিনেমা, আর তো অপেক্ষা করতে পারছি না’, ‘এই ছবিটা মাস্টওয়াচ’, ‘অপেক্ষায় আছি’-র মতো নানা কমেন্ট পড়েছে সেই টুইটে। |#+|