একটি অবমাননা আবেদনের জবাবে কেন্দ্রীয় সরকারের তরফে এলাহাবাদের লখনউ বেঞ্চকে জানানো হয়েছে যে তারা অক্ষয় কুমার, শাহরুখ খান এবং অজয় দেবগনকে গুটখা কোম্পানির হয়ে প্রচার করার জন্য নোটিশ পাঠিয়ে ছিল। কেন্দ্রের তরফে শুক্রবার এলাহাবাদ হাইকোর্টকে আরও জানানো হয় যে সুপ্রিম কোর্টেও একই কেসের শুনানি চলছে। তাই এই আবেদন খারিজ করা উচিত। কেন্দ্রের এই কথা শুনে, তথ্য দেখে বেঞ্চের তরফে 😼এই কেসের পরবর্তী শুনানির দিন আগামী বছরের অর্থ💟াৎ ২০২৪ সালের ৯ মে রাখা হয়েছে।
বিচারপতি রাজেশ সিং চৌহানের বেঞ্চের তরফেবের আগেও কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা আবেদনকারী যা যেভাবে জানিয়েছেন সেটা নিয়ে ভাবনা চিন্তা করার। এই আবে🃏দনকারী দাবি করেছিলেন যে শাহরুখ, অক্ষয় বা অজয় দেবগনের মতো অভিনেতারা যাঁর🅷া অনেক নামী-দামী পুরস্কারে সম্মানিত, যাঁরা একটি হাইপ্রোফাইল জীবন কাটান, যাঁদের অনেক ভক্ত তাঁরা কীভাবে গুটখা কোম্পানির হয়ে প্রচার করছে।
আরও পড়ুন: কার কাছে কই মনের কথার পরাগের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের যোগ🌳! দাদাগিরিতে ফাঁস কোন সত্য?
আরও পড়ুন: বক🦹্স অফিসে ঝড়🌱! বিস্তর বিতর্কের পরেও ৯ দিনেই প্রায় ৪০০ কোটি ছুঁয়ে ফেলল রণবীরের অ্যানিম্যাল
আবেদনকারীর তরফে জানানো হয়েছে গত ২২ অক্টোবর সরকারের কাছে বিষয়টা জানানো হয়েছিল, কিন্তু এই বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এরপরই আদালত অবমাননার আবেদনের শুনানি করꦐে কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট সেক্রেটারিকে নোটিশ পাঠায় হাইকোর্ট।
এরপর শুক্রবার ডেপুটি সলিসিটর জেဣনারেল এসবি পাণ্ডে হাইকোর্টকে জানান যে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই অক্ষয় কুমার, শাহরুখ খান এবং অজয় দেবগনকে শোকজের নোটিশ পাঠিয়েছে।
অন্যদ꧅িকে হাইকোর্টকে আরও একটি তথ্য জানানো হয়। 𓄧বলা হয় অমিতাভ বচ্চন গুটখা কোম্পানিকে নোটিশ পাঠিয়েছেন যে তারা কেন এখনও তাঁর বিজ্ঞাপন দেখাচ্ছে যেখানে তিনি তাদের সঙ্গে চুক্তি বাতিল করে দিয়েছেন ইতিমধ্যেই।
প্রসঙ্গত অক্ষয় কুমার এর আগে জানিয়েছিলেন যে তিনি আর গুটখার হয়ে প্র🍃চার করবেন না। কিন্তু চলতি বছর একটি নামী গুটখা কোম্পানির হয়ে বলিউডের এই তিন তারকাকে প্রচার করতে দেখা যায়। তখনই বিতর্ক শুরু হয়েছিল। তারকাদের ভক্তরাও অনেকেই বিরক্ত হয়েছিলেন তাঁদের এই কাজে।